• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

যে কারণে পিএসএলে দল পেলেন না ২৩ বাংলাদেশির কেউ

  ক্রীড়া ডেস্ক

০৭ ডিসেম্বর ২০১৯, ১৮:৩০
পিএসএল
পাকিস্তান সুপার লিগের লোগো (ছবি : সংগৃহীত)

আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পরবর্তী আসর মাঠে গড়াবে। এ আসরকে সামনে রেখে শুক্রবার (৬ ডিসেম্বর) লাহোরে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়। যেখানে ড্রাফটে নাম লেখানো ২৩ বাংলাদেশির কাউকেই কিনতে আগ্রহ দেখায়নি কোনো দল।

এর আগের আসরগুলোতে পিএসএলে খেলার অভিজ্ঞতা রয়েছে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও মুস্তাফিজুর রহমানের। এছাড়া এ টুর্নামেন্টে তামিম বেশ সফলও। তাই এ তিন ক্রিকেটারের দল পাওয়ার সম্ভাবনা ছিল। তবে এবার তামিম-মাহমুদউল্লাহদের কেনেনি কোনো দলই।

অবশ্য বাংলাদেশি ক্রিকেটারদের কিনেও তেমন একটা লাভ হতো না দলগুলোর। কারণ টুর্নামেন্ট চলাকালীন জাতীয় দলে ব্যস্ত থাকবেন এ সব ক্রিকেটাররা। পিএসএল ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২২ মার্চ পর্যন্ত। অন্যদিকে মার্চে জিম্বাবুয়ে আসবে বাংলাদেশ সফরে। সে সফরে জিম্বাবুয়ে একটি টেস্ট ও পাঁচটি টি-টুয়েন্টি খেলবে। ফলে টুর্নামেন্টের বেশিরভাগ সময়ই বাংলাদেশের ক্রিকেটারদের পাওয়া যাবে না। আর এ কারণেই দলগুলো তামিম-মুস্তাফিজদের প্রতি আগ্রহ দেখায়নি।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড