• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

দেশকে ষষ্ঠ স্বর্ণ উপহার দিলেন জিয়ারুল 

  ক্রীড়া ডেস্ক

০৭ ডিসেম্বর ২০১৯, ১৫:২৯
এসএ গেমস
ভারোত্তোলনে স্বর্ণ পদক জিতলেন জিয়ারুল (ছবি: সংগৃহীত)

স্বর্ণ পদকবিহীন তিনদিন কাটানোর পর এসএ গেমসের এবারের আসরের সপ্তম দিনে এসে দুটি স্বর্ণ পদকের দেখা পেল বাংলাদেশ। দুটি স্বর্ণ পদকই এসেছে ভারোত্তোলেন। মাবিয়া আক্তার সীমান্তের পর স্বর্ণ পদক জিতেছেন জিয়ারুল ইসলাম। এসএ গেমসের ১৩তম আসরে এটি বাংলাদেশের ষষ্ঠ স্বর্ণ পদক।

শনিবার (৭ ডিসেম্বর) ভারোত্তোলনের ৯৬ কেজি শ্রেণিতে স্বর্ণ পদক জেতেন জিয়ারুল ইসলাম। এছাড়া ভারোত্তোলনের ১০২ কেজি শ্রেণিতে রৌপ্য পদক জেতেন আরেক বাংলাদেশি মাইনুল ইসলাম।

এর আগে, ভারোত্তোলনের ৭৬ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জেতেন মাবিয়া আক্তার সীমান্ত। গত আসরেও স্বর্ণ জিতেছিলেন সীমান্ত। এছাড়া ৮১ কেজিতে রৌপ্য জিতেছেন বাংলাদেশের জোহরা খাতুন নিশা।

এবারের আসরের বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন হুমায়রা আক্তার অন্তরা। তিনি জিতেছিলেন ব্রোঞ্জ। এরপর তায়কোয়ান্দোতে দিপু চাকমার হাত ধরে প্রথম স্বর্ণ পদকের দেখা পায় বাংলাদেশ। ছেলেদের এককে পুমসেতে ২৯ অথবা এর বেশি ওজনে ভারতের প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণ জেতেন দিপু।

এরপর বাংলাদেশ দ্বিতীয় স্বর্ণ পদকের দেখা পায় কারাতেতে। দ্বিতীয় স্বর্ণ পদকটি জেতেন সেনাবাহিনীর আল আমিন। কারাতে ইভেন্টের ৬০ কেজি ওজন শ্রেণি কুমিতে স্বর্ণ পদক জেতেন আল আমিন। মেয়েদের অনূর্ধ্ব-৫৫ কেজি কুমি ইভেন্টে দেশের হয়ে তৃতীয় স্বর্ণ পদক জেতেন মারজানা আক্তার প্রিয়া। এরপর কারাতে ৬১ কেজি কুমিতে হুমায়রা আক্তার অন্তরার হাত ধরে চতুর্থ স্বর্ণ পদকের দেখা পায়। আসরের সপ্তম দিনে সীমান্ত ও জিয়ারুলের হাত ধরে পঞ্চম ও ষষ্ঠ স্বর্ণ পদকের দেখা পায় বাংলাদেশ। এবারের আসরে এ পর্যন্ত ৬টি স্বর্ণ, ২০টি রৌপ্য আর ৫২টি ব্রোঞ্জ নিয়ে ৭৮টি পদক জিতেছে বাংলাদেশ।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড