• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

১১ জন মিলে ১ রান! আবারও লজ্জার রেকর্ড মালদ্বীপের

  ক্রীড়া ডেস্ক

০৭ ডিসেম্বর ২০১৯, ১৫:০৪
মালদ্বীপ
ছবি : সংগৃহীত

নেপালে সাউথ এশিয়ান (এসএ) গেমসের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আরও একটি সর্বনিম্ন রানের রেকর্ডে নাম লেখাল মালদ্বীপ নারী ক্রিকেট দল। স্বাগতিক নেপাল নারী ক্রিকেট দলের বিপক্ষে এবার মাত্র ৮ রানেই অলআউট হয়েছে মালদ্বীপ!

মজার বিষয় হচ্ছে, এই ৮ রানের মধ্যে ৭ রানই এসেছে ওয়াইড থেকে। আর ১ রান করেছেন কেবল মাত্র ১ জন ব্যাটসম্যান। বাকি সবাই আসা-যাওয়ার মিছিলে যোগ দিয়েছেন।

শনিবার (৭ ডিসেম্বর) পোখারাতে টসে জিতে ব্যাট করতে নেমে নেপালের নারীদের বোলিং তোপে একের পর এক ফিরে যায় মালদ্বীপের ব্যাটসম্যানরা। রানের খাতা খুলতে পেরেছেন কেবল ওপেনার আইমা আইশাথ (১)।

এছাড়া কেউই কোনো রান করতে পারেনি। অতিরিক্ত ওয়াইড থেকেই আসে ৭ রান। যদি অতিরিক্ত রান না দিত তবে আরও একটি লজ্জার রেকর্ডে নাম লেখাত মালদ্বীপ। তা হচ্ছে ১ রানে অলআউট।

জবাবে ব্যাট করতে নেমে ১.১ ওভারেই জয় তুলে নেয় নেপাল। এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচেও মালদ্বীপকে ৫ বলে হারিয়ে রেকর্ড গড়েছিল নেপাল। সেবার অবশ্য ১৬ রান করেছিল মালদ্বীপ। বাংলাদেশের সাথে তারা অলআউট হয় ৬ রানে।

সংক্ষিপ্ত স্কোর :

মালদ্বীপ: ৮/১০ (১১.৩ ওভার) নেপাল: ৯/০ (১.১ ওভার) ফল : নেপাল ১০ উইকেটে জয়ী (১১৩ বল হাতে রেখে)।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড