• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইপিএলে খেলতে চান ব্লেক, হতে চান দলের মালিকও!

  ক্রীড়া ডেস্ক

০৬ ডিসেম্বর ২০১৯, ২২:৪৫
আইপিএল
কলকাতা নাইট রাউডার্স ও ইয়োহান ব্লেক (ছবি: সংগৃহীত)

ক্রিকেট বিশ্বে অন্যতম জনপ্রিয় ফাঞ্চাইজি লিগ আইপিএল। ভারতের গণ্ডি পেড়িয়ে ক্রিকেট পাগল দেশগুলোতেই বেশ জনপ্রিয় এ টুর্নামেন্ট।

আইপিএলের মতো টুর্নামেন্টে খেলতে বিশ্বের সব নামীদামী ক্রিকেটাররা মুখিয়ে থাকেন। প্রতি বছর আইপিএল চলাকালীন সময়ে ভারতে ক্রিকেট তারকাদের মেলা বসে। এমন একটি টুর্নামেন্টে খেলতে চান এক জ্যামাইকান, তার নাম ইয়োহান ব্লেক। স্প্রিন্টার হয়ে ক্রিকেট খেলতে চান তিনি।

ইয়োহান ব্লেক জ্যামাইকার জনপ্রিয় স্প্রিন্টার। দেশী উসাইন বোল্টের পর ব্লেকই বিশ্বের দ্বিতীয় দ্রুততম গতিমানব। অন্যদিকে জ্যামাইকাতে ক্রিকেটও বেশ জনপ্রিয় খেলা। দেশটিতে জনপ্রিয়তা রয়েছে আইপিএলেরও। ব্লেক তাই খেলতে চান ক্রিকেট। তবে ওয়েস্ট ইন্ডিজে নয়, ব্লেকের খেলার শখ আইপিএলে। কলকাতা নাইট রাইডার্স কিংবা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে মাঠে নামতে চান ব্লেক। এমনকি আইপিএলে দলের মালিক হওয়ার ইচ্ছাও রয়েছে তার।

আইপিএলে খেলার ইচ্ছা পোষণ করে ব্লেক বলেন, ‘ট্র্যাকে আমার আরও দুই বছর বাকি আছে। তাই একটু ক্রিকেট খেলতে চাই। তবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার ইচ্ছা আমার নেই। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অংশ নিতে চাই, এমনকি ভারতের একটি ফ্র্যাঞ্চাইজির মালিকও হতে চাই। সবচেয়ে বড় কথা, কলকাতা নাইট রাইডার্স বা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর যেকোনো একটির হয়ে খেলতে চাই।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড