• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেসির কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে

  ক্রীড়া ডেস্ক

০৬ ডিসেম্বর ২০১৯, ২২:০৫
লিওনেল মেসি
ব্যালন ডি'অর হাতে লিওনেল মেসি (ছবি: সংগৃহীত)

রেকর্ড ষষ্ঠবাররে মতো ব্যালন ডি’অর জিতেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সোমবার (২ ডিসেম্বর) প্যারিসে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মেসির হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

এমন আনন্দঘন মুহূর্তে মেসি জানিয়েছিলেন তার অবসরের কথা। অবসর ঘনিয়ে আসছে জানিয়ে স্তব্ধ করে দিয়েছিলেন ফুটবলভক্তদের। অবসরের কথা বলতে গিয়ে মেসি সেদিন বলেছিলেন, ‘বয়স কত হয়েছে, সেটার হিসাব তো আছে। এই মুহূর্তগুলো তাই আরও বেশি উপভোগ্য লাগে, কারণ অবসর ঘনিয়ে আসছে। এই সুন্দর সময়গুলো আর ফিরে পাব না’

পুরস্কার বিতরণী মঞ্চে তিনি আরও বলেছিলেন, ‘আশা করি, যদি ঈশ্বর চান, আমি আরও অনেক বছর খেলতে পারব। আমার বয়স এখনই ৩২ বছর, ৩৩ ঘনিয়ে আসছে। অনেক আগে থেকেই যেটা বলে আসছি, সবকিছুই নির্ভর করে আমি শারীরিকভাবে কী অবস্থায় আছি সেটার ওপর। এখন আমি অন্য যে কোনো সময়ের চেয়ে ভালো অবস্থায় আছি, আশা করি অনেক দিন এটা চালিয়ে নিতে পারব।’

শুধু মেসিভক্তরাই নয়, গোটা ফুটবল বিশ্বই উপভোগ করেন মেসির খেলা। ফুটবল মাঠে রোনালদো ও মেসির লড়াই দেখতে মুখিয়ে থাকে পুরো বিশ্ব। তাদের মধ্যে যদি একজন অবসর নেওয়ার কথা বলে তবে তা ফুটবলভক্তদের জন্য মেনে নেওয়া কষ্টকর। তাই মেসির মুখে অবসরের কথা শুনে খোদ মেসি হেটারও তা বিশ্বাস করতে চায়নি।

তবে মেসির ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজের দাবি, মেসির সেদিনের কথাকে ভুল বুঝেছে সবাই। বিইন স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্সার সুয়ারেজ বলেন, ‘আমার মনে হয়, মেসির কথাগুলোকে ভুল বুঝেছে সবাই।’ এ উরুগুইয়ান ফুটবলার আরও বলেন, ‘কারণ, প্রথমত আপনাকে বুঝতে হবে লিও তখনই মাত্র ব্যালন ডি’অর পেয়েছে। ও খুশি ছিল, একটু উত্তেজিতও ছিল। সে ও তো আমাদের মতোই মানুষ। মেসি আরও অনেক দিন খেলবে।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড