• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইতিহাস গড়েও আক্ষেপ আঁখির

  ক্রীড়া ডেস্ক

০৬ ডিসেম্বর ২০১৯, ১৭:২৪
আরদিনা ফেরদৌস আঁখি
রৌপ্যজয়ী আরদিনা ফেরদৌস আঁখি (ছবি: সংগৃহীত)

সাউথ এশিয়ান গেমসের (এসএ গেমস) ষষ্ঠ দিনে রৌপ্য পদক পেয়েছে বাংলাদেশের আরদিনা ফেরদৌস আঁখি। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের একক ইভেন্টে এ পদক জেতেন তিনি। এসএ গেমসের ইতিহাসের মেয়েদের এ ইভেন্টে প্রথমবার পদক জেতার গৌরব অর্জন করলেন আঁখি।

ইতিহাস গড়লেও আক্ষেপ রয়েছে আঁখির। ভারতীয় প্রতিযোগী পারমানানথামের কাছে স্বল্প ব্যবধানে হেরে দেশকে প্রথমবার ১০ মিটার এয়ার রাইফেলের একক ইভেন্টে স্বর্ণ উপহার না দিতে পারার আক্ষেপ রয়েছে তারা। ২৩৪.৬ পয়েন্ট পেয়ে রৌপ্য পদক জিতেছেন। অন্য দিকে এ ইভেন্টে স্বর্ণ জেতা ভারতের শ্রী পরমানানথাম পেয়েছেন ২৩৮.৪ পয়েন্ট।

স্বর্ণ জয়ের লক্ষ্যে ফাইনালে দারুণ শুরু করেছিলেন আঁখি। ২৪ শটের ভেতর টানা ৬ শটে দশের বেশি পয়েন্ট পেয়েছিলেন বাংলাদেশি এই শুটার। কিন্তু শেষদিকে স্নায়ুচাপ ধরে রাখতে না পেরে হেরে যান তিনি। ফলে রৌপ্য নিয়েই সন্তুষ্ট থাকতে হয় আঁখিকে। এবারের আসরে শুটিংয়ে এটি তৃতীয় রৌপ্য।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড