• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইপিএলে থাকবেন মুস্তাফিজ

  ক্রীড়া ডেস্ক

০৬ ডিসেম্বর ২০১৯, ১২:১৬
মুস্তাফিজুর রহমান
বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান (ছবি : সংগৃহীত)

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল অভিষেক হয় মুস্তাফিজের। অভিষেক আসরেই ১৬ ম্যাচে ১৭ উইকেট পেয়ে শিরোপা জেতানোয় গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। পরের আসরে দলটির হয়ে মাত্র একটি ম্যাচ খেলেন। এরপরই দলবদল করেন কাটার মাস্টার। সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে মুম্বাই ইন্ডিয়ানসে যান তিনি। এই আসরে ৭টি ম্যাচ খেলেন। সব মিলিয়ে তিন আসরে ২৪ ম্যাচ খেলেছেন জাতীয় দলের বাঁহাতি পেসার।

আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় বসছে আইপিএলের নিলাম। আর এই নিলামে থাকবেন ৬ বাংলাদেশি ক্রিকেটার। তাদের একজন হলেন মুস্তাফিজুর রহমান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বিগত আসরে খেলতে না পারলেও এবারের আইপিএলে খেলার অনাপত্তি পত্র পেলেন তিনি। বিসিবির এই অবস্থান পরিবর্তনের কারণ জানালেন ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান আকরাম খান।

এ ব্যাপারে আকরাম খান বলেন, ‘তখন তার চোটের সমস্যা থাকায় আমরা তাকে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা থেকে বিরত রেখেছিলাম। কিন্তু এখন সে ভালো অবস্থানে আছে এবং নিয়মিত ম্যাচ খেলছে। সে এবার এনসিএল খেলেছে এবং ভারত সফর করেছে। এভাবে যদি চালিয়ে যেতে পারে তাহলে চোটে পড়ার সম্ভাবনা কম থাকবে।’

তিনি আরও বলেন, ‘সত্যি বলতে তার বর্তমান ফর্ম নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। কারণ আমাদের খুব গুরুত্বপূর্ণ একজন বোলার সে। যদি সে আইপিএলে খেলার সুযোগ পায় এবং এই খেলার মাধ্যমে ফর্মে ফিরতে পারে তাহলে সেটা আমাদের জন্য খুব ভালো হবে।’

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড