• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে ফাইনালের পথে বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক

০৫ ডিসেম্বর ২০১৯, ২০:৫০
বাংলাদেশ ফুটবল দল
বাংলাদেশ ফুটবল দল (ছবি : সংগৃহীত)

১৩তম দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে জয়ের দেখা পেল বাংলাদেশ ফুটবল দল। এ ইভেন্টে পরাজয় দিয়েই যাত্রা শুরু করে জেমি ডের শিষ্যরা। অবশেষে নিজেদের তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেল জামাল ভূঁইয়ারা। প্রথম ম্যাচে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে ড্র, তৃতীয় ম্যাচে এসে মিলল সাফল্য।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দলের পক্ষে একমাত্র গোলটি করেন মাহবুবুর রহমান সুফিল।

ম্যাচ শুরুর ১১তম মিনিটে লিড পায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। অধিনায়ক জামাল ভূঁইয়ার ভাসানো ক্রস ধরে এগিয়ে যান সাদউদ্দিন। তারপর ব্যাক পাসে সাদ বল দেন সুফিলকে। ফাঁকা পোস্টে গোল আদায় করে নেন এই স্ট্রাইকার (১-০)।

এই জয়ে সোনার পদক জয়ের লড়াইয়েও টিকে থাকলেন জামাল ভূঁইয়ার দল। চলমান এসএ গেমসে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে স্বাগতিক নেপাল। তিন ম্যাচে ১ জয়, হার ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে এরপরই বাংলাদেশ। শ্রীলঙ্কা ও মালদ্বীপের পয়েন্ট ২।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড