• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

১ ছক্কায় গেইল-আফ্রিদিকে স্পর্শ করবেন রোহিত

  ক্রীড়া ডেস্ক

০৫ ডিসেম্বর ২০১৯, ১৯:১৩
বাঁ থেকে গেইল, আফ্রিদি ও রোহিত
বাঁ থেকে গেইল, আফ্রিদি ও রোহিত (ছবি : সংগৃহীত)

ঘরের মাঠে শুক্রবার (৬ ডিসেম্বর) ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত। তিন ম্যাচের এ টি-টুয়েন্টি সিরিজে দারুণ এক রেকর্ডের সামনে ভারতীয় ওপেনার রোহিত শর্মা। এতে ইউনিভার্স বস ক্রিস গেইল ও বুমবুম শহীদ আফ্রিদির কীর্তি ছুঁয়ে ফেলার দোরগোড়ায় তিনি।

আসন্ন এ সিরিজে ক্যারিবীয়দের বিপক্ষে মাত্র একটি ছক্কা হাঁকালেই আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়বেন রোহিত। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়ার মুখে তিনি।

এর আগে গেইল ও আফ্রিদি এমন কৃতিত্ব দেখিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র এই দুই ব্যাটসম্যানের ৪০০—এর বেশি ছক্কা হাঁকানোর নজির রয়েছে। এবার তৃতীয়জন হতে যাচ্ছেন হিটম্যান। ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টি লড়াই হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। ওই ম্যাচেই এই কীর্তি গড়তে পারেন তিনি।

গেইল এখন পর্যন্ত ক্যারিবীয়দের হয়ে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ৫৩৪ ছক্কা হাঁকিয়েছেন। তার পরে রয়েছেন পাকিস্তানের আফ্রিদি। জাতীয় দলের হয়ে ৪৭৬টি ছক্কা মেরেছেন তিনি। আর ভারতের হয়ে ৩৯৯ ছক্কা হাঁকিয়েছেন রোহিত।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড