• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাসপাতাল ছাড়লেন স্বর্ণজয়ী মারজান

  ক্রীড়া ডেস্ক

০৪ ডিসেম্বর ২০১৯, ১৮:৫৯
স্বর্ণজয়ী মারজান
স্বর্ণজয়ী মারজান (ছবি : সংগৃহীত)

২৪ ঘণ্টা আগে কারাতে মেয়েদের কুমি ইভেন্টে অনূর্ধ্ব-৫৫ কেজির ফাইনালে পাকিস্তানের কাউসারা সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে স্বর্ণ পদক এনেছিলেন মারজানা আক্তার পিয়া। এবারের আসরে মেয়েদের মধ্যে তিনি প্রথম সোনা জয়ী তারকা।

সময়ের ব্যবধানে তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে যান। বুধবার (৪ ডিসেম্বর) মেয়েদের দলগত কুমিতে শ্রীলঙ্কার বান্দারার সঙ্গে লড়াইয়ের সময় মাথায় গুরুতর আঘাত পান। সঙ্গে সঙ্গে দৌড়ে আসে মেডিক্যাল টিম। ম্যাটেই চলতে থাতে মারজানাকে সুস্থ করার চেষ্টা।

তবে সিটি স্ক্যানে গুরুতর কিছু ধরা না পড়ায় চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন মারজান। কাঠমান্ডুর ব্লু ক্রস হাসপাতালের জরুরি বিভাগে অর্থো সার্জন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট প্রাজ্জ্বল মানে চিকিৎসা শেষে জানিয়েছেন, সব রিপোর্ট স্বাভাবিক। কোনো সমস্যা নেই। তবে তাকে আপাতত তাকে কয়েকদিন বিশ্রামে থাকতে হবে।

এর আগে, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা গণমাধ্যমকে জানান, ‘রিপোর্ট নরমাল এসেছে। ডাক্তারের সঙ্গে কথা হয়েছে। বলেছে, সমস্যা নেই। তারপরও ডাক্তার ওকে দুই ঘণ্টা পর্যবেক্ষণে রাখবেন। এরপর সবকিছু ঠিক থাকলে ছাড়পত্র দেবেন।’

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড