• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাসপাতালে ভর্তি সোনা জয়ী মারজানা

  ক্রীড়া ডেস্ক

০৪ ডিসেম্বর ২০১৯, ১৪:০৫
মারজানা আক্তার পিয়া
এবারের এসএ গেমসে প্রথম সোনা জয়ী বাংলাদেশি নারী (ছবি : সংগৃহীত)

২৪ ঘণ্টা আগে কারাতে মেয়েদের কুমি ইভেন্টে অনূর্ধ্ব-৫৫ কেজির ফাইনালে পাকিস্তানের কাউসারা সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে সোনার পদক এনেছিলেন মারজানা আক্তার পিয়া। এবারের আসরে মেয়েদের মধ্যে তিনি প্রথম সোনা জয়ী তারকা।

সময়ের ব্যবধানে তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে। বুধবার (৪ ডিসেম্বর) মেয়েদের দলগত কুমিতে শ্রীলঙ্কার বান্দারার সঙ্গে লড়াইয়ের সময় মাথায় গুরুতর আঘাত পান। সঙ্গে সঙ্গে দৌড়ে আসে মেডিক্যাল টিম। ম্যাটেই চলতে থাতে মারজানাকে সুস্থ করার চেষ্টা।

তবে মারজানা আর লড়াই করতে পারেননি। কোনোমতে ম্যাট ছেড়ে এগিয়ে আসলেও অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন তিনি। মেডিক্যাল টিম ভেবে পাচ্ছিল না কী করবে তারা। শেষ পর্যন্ত হাসপাতালে পাঠানো হয় মারজানাকে।

মাথায় ও কানে বেশ আঘাত পাওয়ায় মারজানাকে নিয়ে চিন্তায় ছিল বাংলাদেশ। তবে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে টুর্নামেন্ট কমিটিকে জাননো হয়েছে এ মুহূর্তে বিপদমুক্ত আছেন সোনা জয়ী তারকা।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড