• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

এসএ গেমসে খোকসার মুর্শিদার সাফল্য

  নিজস্ব প্রতিবেদক

০৪ ডিসেম্বর ২০১৯, ১২:৩৫

এসএ গেমসের ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয়ের পর এবার নেপালকে ১০ উইকেটে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে ফাইনালের দিকে আরও একধাপ এগিয়ে গেলো বাংলাদেশের মেয়েরা।

নেপালের দেওয়া ৫১ রানের লক্ষ্যে নেমে কুষ্টিয়ার খোকসার মেয়ে মুর্শিদা খাতুন ও আয়েশা রহমানের ৫১ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয়টি সহজেই ধরা দেয় বাংলাদেশ শিবিরে। ২৪ বলে চারটি চারে সাজানো ছিল মুর্শিদার ২৩ রানের অপরাজিত ইনিংসটি।

নেপালের পোখারা ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে নেপালকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্বাগতিকদের ১৯.২ ওভারে ৫০ রানে অলআউট করে তারা। টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ম্যাচে রাবেয়া খান ৪ উইকেট নিয়ে সেরা অবদান রাখেন।

রাবেয়া ৪ ওভারে দুটি মেডেন দিয়ে মাত্র ৮ রান খরচ করে ফেরান চার নেপালী ব্যাটসম্যানকে। ম্যাচসেরাও হয়েছেন তিনি। দুটি উইকেট পান জাহানারা আলম। আর সালমা, ফাহিমা খাতুন ও নাহিদা আক্তার নেন একটি করে উইকেট।

আগামী বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) একই ভেন্যুতে বাংলাদেশ খেলবে মালদ্বীপের বিপক্ষে।

ওডি/এমআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড