• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোনার মিশনে কাল সৌম্য-শান্তদের প্রতিপক্ষ মালদ্বীপ

  ক্রীড়া ডেস্ক

০৩ ডিসেম্বর ২০১৯, ২০:০৪
এসএ গেমসের বাংলাদেশ দল
এসএ গেমসের বাংলাদেশ দল (ছবি : সংগৃহীত)

১৩তম দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের তৃতীয় দিন থেকে শুরু হচ্ছে ক্রিকেট ডিসিপ্লিনের খেলা। বুধবার (৪ ডিসেম্বর) জয়ের মিশনে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ দল মুখোমুখি হবে মালদ্বীপের। নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯ টা ১৫ মিনিটে।

মাঠের লড়াইয়ের আগে লাল সবুজের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন সব ধরণের উইকেটেই ইতিবাচক খেলতে হবে। নিজেদের প্রস্তুতি নিয়ে শান্ত বলেন, ‘অবশ্যই প্রস্ততি অনেক ভালো হয়েছে। আর ইমার্জিংয়ের বেশিরভাগ খেলোয়াড়ই এখানে আছে। সবাই ভাল টাচে আছে। আশা করি কালকে (বুধবার) মালদ্বীপের বিপক্ষে ভাল একটা সূচনা করতে পারব বলে আমার বিশ্বাস। ইমার্জিংয়ে সৌম্য খুব ভাল আছে। ও যদি এখানে শুরুটা ভাল করতে পারে, তাহলে আমাদের জন্য ভাল হবে।’

তবে এটাও জানালেন মালদ্বীপ সর্ম্পকে এখনো ওইরকম কোনো ধারণা নাই। এটা নিয়ে খুব বেশি চিন্তিত থাকার কথাও নয়। নিজেদের যে স্কিলটা আছে ওটাই ফোকাস করতে চান। তবে হ্যাঁ আবহাওয়া একটা ফ্যাক্টর। যেটা কারো হাতে নেই। অবশ্যই চ্যালেঞ্জটা নিতে হবে ভালোভাবে, ‘চ্যালেঞ্জ অবশ্যই আছে। আর আবহাওয়া তো নিজেদের হাতে নেই, এটা নিয়ন্ত্রণও করা যাবে না। আর এসব নিয়ে কেউ চিন্তিত নয়। উচ্চতা নিয়ে কোনো সসম্যা হচ্ছে না। আমরা অনুশীলনে খুব ভাল একটা সেশন করেছি। সবাই খুব ভাল অবস্থায় আছে। আর আমার মনে হয় না এখানে এটা খুব একটা সমস্যা হবে।’

এসএ গেমসের বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), নাঈম শেখ, সাইফ হাসান, ইয়াসির আলী, আফিফ হোসেন, জাকির হাসান, মিনহাজুল আবেদীন আফ্রিদি, সৌম্য সরকার, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, মেহেদী রানা, সুমন খান, মাহিদুল ইসলাম ভূঁইয়া, মানিক খান ও মেহেদী হাসান।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড