• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইপিএল নিলামে সর্বোচ্চ মূল্যের ক্রিকেটার কারা?

  ক্রীড়া ডেস্ক

০৩ ডিসেম্বর ২০১৯, ১৫:১০
আইপিএল
ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল (ছবি : সংগৃহীত)

আইপিএলের ১৩তম আসর আসরকে সামনে রেখে চলতি মাসের ১৯ তারিখে কলকাতায় আয়োজিত হবে ক্রিকেটারদের নিলাম। এই নিলামে মোট ৯৭১ জন ক্রিকেটারের নাম উঠেছে যার ৭১৩ জন ভারতীয় ও ২৫৮ জন বিদেশি।

নিলাম পর্বে বাংলাদেশের ৬, অস্ট্রেলিয়ার ৫৫, দক্ষিণ আফ্রিকার ৫৪, শ্রীলঙ্কার ৩৯, ওয়েস্ট ইন্ডিজের ৩৪, নিউজিল্যান্ডের ২৪, ইংল্যান্ডের ২২, আফগানিস্তানের ১৯, জিম্বাবুয়ের ৩, আমেরিকা ও নেদারল্যান্ডসের ১ জন করে ক্রিকেটার থাকবেন।

নিলামে ক্রিকেটারদের সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। এই তালিকায় রয়েছেন ৭ জন ক্রিকেটার যার ৫ জনই অস্ট্রেলিয়ান। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ মূল্য পারিশ্রমিক দেড় কোটির তালিকায় ৯ জন ক্রিকেটার। এখানে একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসাবে আছেন রবিন উথাপ্পা। এ তালিকায় ইংল্যান্ডের ক্রিকেটারদের আধিক্য। ৪ জন ইংলিশ, ২ জন অস্ট্রেলিয়ান ও ২ জন দক্ষিণ আফ্রিকান আছেন এ তালিকায়।

দুই কোটি ভারতীয় রূপি মূল্যের ক্রিকেটাররা : প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া), জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া), গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), ক্রিস লিন (অস্ট্রেলিয়া), ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা), মিচেল মার্শ (অস্ট্রেলিয়া), অ্যাঞ্জেলো ম্যাথুস (শ্রীলঙ্কা)।

দেড় কোটি ভারতীয় রূপি মূল্যের ক্রিকেটাররা : রবিন উথাপ্পা (ভারত), ইয়ন মরগান (ইংল্যান্ড), শন মার্শ (অস্ট্রেলিয়া), কেন রিচার্ডসন (অস্ট্রেলিয়া), জেসন রয় (ইংল্যান্ড), ক্রিস ওকস (ইংল্যান্ড), ক্রিস মরিস (দক্ষিণ আফ্রিকা), ডেভিড উইলি (ইংল্যান্ড), কাইল অ্যাবট (দক্ষিণ আফ্রিকা)।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড