• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিংহাসন ফিরে পেলেন আর্জেন্টাইন মেসি

  ক্রীড়া ডেস্ক

০৩ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৫
লিওনেল মেসি
২০১৫ সালের পর ব্যালন ডি’অর জিতলেন মেসি (ছবি : সংগৃহীত)

গত তিন বছর লিওনেল মেসির হাতে উঠেনি ব্যালন ডি’অর। অথচ একটা সময় এই ব্যালন ডি’অর রাজ্যের রাজা ছিলেন তিনি। সেই রাজাকেই সরিয়ে অন্যরা গত তিনবার ব্যালন ডি’অর জিতে নেন। শেষমেশ এবার যেন নিজের হারানো সিংহাসন ফিরে পেলেন মেসি।

ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে এক চেয়ারেই বসা ছিলেন লিওনেল মেসি! তবে এখন থেকে তার চেয়ার হলো ভিন্ন। কেননা রোনালদোকে ছাপিয়ে এখন মেসির শোকেসে ছয়টি ব্যালন ডি’অর। কেবল রোনালদো নয়, ফুটবল ইতিহাসে আজ অবধি এতবার এই ট্রফি জিততে পারেনি কেউ। সে ক্ষেত্রে মেসির আরেকটা নাম হতে পারে ব্যালন ডি’অর মেসি।

শুরুটা ২০০৯ সাল দিয়ে, ঐ বছর সবাইকে তাক লাগিয়ে ব্যালন ডি’অর জিতে নেন মেসি। বল পায়ে ক্লাব ও দেশের জার্সিতে স্মরণীয় একটা বছর ছিল ২০০৯। পরের বছর আরও দুর্দান্ত। তাতে অনুমিতভাবে ব্যালন ডি’অর যায় তার হাতে। ২০১১ ও ১২ আরও দুই বছর এই পুরস্কার নিজের দখলে রাখেন। এরপর মেসির রাজ্যে হানা দেন রোনালদো। তবে ২০১৫ সালে আবারও ব্যালন ডি’অর জেতেন বার্সেলোনা সুপারস্টার। সবমিলে সর্বোচ্চ ছয়বার ব্যালন ডি’অর উঁচিয়ে ধরলেন এ ফুটবল কিংবদন্তি।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড