• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রতারণার অভিযোগে ধোনির বিরুদ্ধে থানায় এফআইআর!

  ক্রীড়া ডেস্ক

০২ ডিসেম্বর ২০১৯, ২১:৫৭
মহেন্দ্র সিং ধোনি
মহেন্দ্র সিং ধোনি (ছবি: সংগৃহীত)

বিশ্বকাপের পর থেকেই ক্রিকেটের বাইরে রয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।ক্রিকেটের বাইরে থাকলেও অবসর ইস্যুতে বারবার আলোচনায় উঠে এসেছেন ধোনি। আবারও আলোচনায় এ ক্রিকেটার। তবে এবার আলোচনায় এসেছেন বিতর্কিত কারণে।   সম্প্রতি ধোনির বিরুদ্ধে এফআইআরের মাধ্যমে থানায় লিখিত অভিযোগ করেছে এক হাজারেরও বেশি প্রতারিত গ্রাহক। ধোনি আম্রপলি গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানের পণ্যদূত হিসেবে কাজ করেছেন। এ প্রতিষ্ঠানটি গ্রাহকদের ফ্ল্যাট দেওয়ার কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তবে কোনো গ্রাহককেই তারা ফ্ল্যাট দেয়নি।

আম্রপলির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে প্রতারিত গ্রাহকরা। তারা এফআইআর করেছে। আর তাতেই ফেঁসে যাচ্ছেন ধোনি। এফআইআরে ধোনির বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। গ্রাহকদের দাবি, ধোনির মতো সুপারস্টার এ প্রতিষ্ঠানের পণ্যদূত হওয়ায় ফ্ল্যাট কেনার আগ্রহ দেখিয়েছেন তারা।

সাতটি গ্রুপে বিভক্ত হয়ে এফআইআর করেছে গ্রাহকরা। এফআইআরে প্রতিটি গ্রুপই উল্লেখ করেছে, বিল্ডার অনিল শর্মা ও ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির আইআইটি ডিগ্রি আছে জেনেই তারা চুক্তিপত্রে স্বাক্ষর করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করে আদালত। কমিটি গঠন করার পর জানা যায়, গ্রাহকদের টাকা আত্মসাৎ করেছে আম্রপলি।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড