• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

অতি আত্মবিশ্বাসী বাংলাদেশকে হারের লজ্জা দিল ভুটান

  ক্রীড়া ডেস্ক

০২ ডিসেম্বর ২০১৯, ১৬:২১
এসএ গেমস
বাংলাদেশ প্রথম ম্যাচেই হারল ভূটানের কাছে (ছবি : সংগৃহীত)

স্বর্ণ জয়ের মিশনে এবার জামাল ভূঁইয়ার নেতৃত্বে নেপালের আসরে অংশ নেওয়ার জন্য পাড়ি জমিয়েছে বাংলাদেশ। তবে প্রথম ম্যাচেই আত্মবিশ্বাসে উড়তে থাকা বাংলাদেশকে মাটিতে নামাল ভুটান। এসএ গেমসের ফুটবল ইভেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের কাছে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল।

ভুটানের চেনচোর একমাত্র গোলে পরাজিত হয়েছে জামাল ভূঁইয়ার দল। ম্যাচের শুরু থেকেই ভুটানের রক্ষণে চাপ বাড়িয়ে খেলতে থাকে বাংলাদেশ। দুই মিনিটে প্রথম কর্নার পায় লাল-সবুজের প্রতিনিধিরা। জামাল ভূঁইয়ার নেওয়া কর্নার কিক ফিস্ট করে বিপদমুক্ত করেন ভুটানের গোলরক্ষক। ১৫ মিনিটে রবিউলের দূরপাল্লার শট উড়ে যায় গোলবারের উপর দিয়ে। ২২ মিনিটে ফ্রি-কিক পায় বাংলাদেশ। জামালের শটে ফাটল ধরেনি ভুটানের রক্ষণে। ৩৮মিনিটে ম্যাচের সেরা সুযোগটি মিস করেন বাংলাদশের নেওয়াজ জীবন।

দ্বিতীয়ার্ধে খুব বেশি সুবিধা করতে পারেনি বাংলাদেশ। কয়েকটি বিক্ষিপ্ত আক্রমণ করলেও গোলের দেখা পায়নি তারা। উল্টো ম্যাচের ৬২ মিনিটে গোল করে ভুটানকে এগিয়ে নেন তাদের সেরা খেলোয়াড় চেনচো। বাকি সময়ে আর কোনো গোল না হলে হার দিয়েই এসএ গেমসের মিশন শুরু করে বাংলাদেশ।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড