• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাকিস্তান দলকে শোয়েব আখতারের খোঁচা

  ক্রীড়া ডেস্ক

০২ ডিসেম্বর ২০১৯, ১৬:১৯
পাকিস্তান ক্রিকেট দল
পাকিস্তান ক্রিকেট দল (ছবি : সংগৃহীত)

অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টে পাকিস্তানকে আবারও ইনিংস হারের লজ্জা দিল অস্ট্রেলিয়া। এতে দুই ম্যাচ সিরিজ ২-০তে জিতল স্বাগতিকরা। ৩৩৫ রানের অপরাজিত ইনিংসের কারণে ম্যাচ সেরা হন ডেভিড ওয়ার্নার। সিরিজের প্রথম ম্যাচেও ১৫৪ রানের ইনিংস খেলেন। দুই টেস্টে ৪৮৯ রান করে সিরিজ সেরার পুরস্কারও জেতেন অজি ওপেনার।

গোলাপি বলের টেস্টে পাকিস্তানকে ইনিংস ও ৪৮ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। অজিদের ৩ উইকেটে ৫৮৯ রানের জবাবে ৩০২ রানে থামে পাকিস্তানের প্রথম ইনিংস। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ২৪৯ রানে অলআউট হয় সফরকারী দল। সিরিজের প্রথম তিন ইনিংসে দুই উইকেট নেওয়া লায়ন একাই শিকার করেন ৫ উইকেট।

পাকিস্তানের ভয়াবহ এ পরাজয়ের টেস্টে ব্যাট হাতে দারুণ ভূমিকা রাখেন বোলার ইয়াসির শাহ। প্রথম ইনিংসের পর ইয়াসির শাহর প্রশংসায় মুখর সবাই। তবে সাবেক স্পিড স্টার শোয়েব আখতার ইয়াসিরের প্রশংসার সাথে সাথে ধুয়ে দিয়েছেন দলের অন্যদের।

টুইটারে শোয়েব অন্যদের ব্যাটিং সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। শোয়েব লিখেছেন, দারুণ কিছু করে দেখিয়েছেন ইয়াসির। অস্ট্রেলিয়ায় ৮ নম্বরে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করে সে অন্য ব্যাটসম্যানদের দেখাল কীভাবে করতে হয়। যথারীতি আরও একটি ভালো ইনিংস খেলেছেন বাবর আজম।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড