• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশ-ভুটানের প্রথমার্ধ গোলশূন্য

  ক্রীড়া ডেস্ক

০২ ডিসেম্বর ২০১৯, ১৫:০০
বাংলাদেশ-ভুটান
ছবি : সংগৃহীত

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসর এসএ গেমসের (সাউথ এশিয়ান গেমস) ত্রয়োদশ আসরে ফুটবল ইভেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে প্রথমার্ধের খেলা শেষ হয়েছে গোলশূন্যতে।

২০ বছর আগে ফুটবলের মেলা বসেছিল কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। সেবার প্রথমবারের মতো ফুটবলে স্বর্ণ জিতেছিল লাল সবুজের প্রতিনিধিরা। এরপর ২০১০ সালে বাংলাদেশ নিয়ে আসে দ্বিতীয় সোনা। সেবারের পর এখন পর্যন্ত ফুটবলে প্রাপ্তির খাতায় উঠেনি কোনো স্বর্ণই।

স্বর্ণ জয়ের লক্ষ্যেই এবার জামাল ভূঁইয়ার নেতৃত্বে নেপালের আসরে অংশ নেওয়ার জন্য পাড়ি জমিয়েছে বাংলাদেশ। যদিও প্রথম ম্যাচে এখন পর্যন্ত তেমন সুবিধা করতে পারেনি তারা।

ম্যাচের শুরু থেকেই ভুটানের রক্ষণে চাপ বাড়িয়ে খেলতে থাকে বাংলাদেশ। দ্বিতীয় মিনিটে প্রথম কর্নার পায় তারা। জামাল ভূঁইয়ার নেওয়া কর্নার কিক ফিস্ট করে বিপদমুক্ত করেন ভুটানের গোলরক্ষক।

এরপর ম্যাচের ১৫তম মিনিটে রবিউলের দূরপাল্লার শট উড়ে যায় গোলবারের উপর দিয়ে। ২২তম মিনিটে ফ্রি-কিক পায় বাংলাদেশ। জামালের শটে ফাটল ধরেনি ভুটানের রক্ষণে। ৩৮তম মিনিটে ম্যাচের সেরা সুযোগটি মিস করেন বাংলাদশের নাবীব নেওয়াজ জীবন।

২০ সদস্যের বাংলাদেশ দল:

গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, মোহাম্মদ পাপ্পু হোসেন ও মাহফুজুর রহমান প্রীতম।

রক্ষণভাগ: বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, ইয়াসিন খান, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত ও সুশান্ত ত্রিপুরা।

মধ্যমাঠ: জামাল ভুঁইয়া (অধিনায়ক), বিপলু আহমেদ, রবিউল হাসান, মাহবুবুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম ও মোহাম্মদ আল আমিন।

আক্রমণভাগ: সাদ উদ্দিন, নাবীব নেওয়াজ জীবন, রাকিব হোসেন ও আরিফুর রহমান।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড