• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

দুর্দান্ত সেঞ্চুরিতে যত রেকর্ড গড়লেন ইয়াসির শাহ

  ক্রীড়া ডেস্ক

০১ ডিসেম্বর ২০১৯, ১৮:২০
ইয়াসির শাহ
সেঞ্চুরি উদযাপন করছেন ইয়াসির শাহ (ছবি: সংগৃহীত)

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ইনিংস হারের সামনে দাঁড়িয়ে পাকিস্তান। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৫৮৯ রানের জবাবে পাকিস্তান করে ৩০২ রান। টপ অর্ডাররা ব্যর্থ হলেও বোলার ইয়াসির শাহর দুর্দান্ত সেঞ্চুরিতে এ রান করতে পারে পাকিস্তান।

প্রথম ইনিংসে মাত্র ৮৯ রানেই ৬ উইকেট হারায় পাকিস্তান। এরপর বাবর আজমের সঙ্গে ১০৫ রানের জুটি গড়ে তোলেন ইয়াসির। বাবর ৯৭ রান করে আউট হলেও আব্বাস ও মুসাকে নিয়ে লড়াই চালিয়ে যান ইয়াসির। তিনি থামেন ১১৩ রানে। আট নম্বরে নেমে সেঞ্চুরি হাঁকিয়ে একাধিক রেকর্ড গড়েন এ ক্রিকেটার।

এক নজরে দেখে নিন সেঞ্চুরি হাঁকিয়ে যেসব রেকর্ড গড়লেন ইয়াসির শাহ

৭- সপ্তম ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ নম্বরে নেমে সেঞ্চুরি হাঁকালেন ইয়াসির শাহ। এর আগে সর্বশেষ ২০১৭ সালে রাঁচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ নম্বরে নেমে সেঞ্চুরি পেয়েছিলেন ভারতের ঋদ্ধিমান সাহা। তিনি করেছিলেন ১১৭ রান।

২০০৬- ২০০৬ সালের পর আট নম্বরে ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরি করলেন কোনো পাকিস্তানি ক্রিকেটার। এর আগে ২০০৬ সালে ৮ নম্বরে নেমে করাচিতে ভারতের বিপক্ষে ১১৩ রান করেছিলেন উমর আকমল।

১- তারে চেয়ে কম ব্যাটিং গড় নিয়ে সেঞ্চুরি আছে কেবল একজনের। এর আগে ওয়েস্ট ইন্ডিজের জেরম টেইলর ১২.৯৬ ব্যাটিং গড় নিয়ে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। অন্যদিকে ইয়াসিরের ব্যাটিং গড় ১৪.০৬।

২১৩- দিবারাত্রির এ টেস্টে প্রথম ইনিংসে পাকিস্তানের শেষ চার ব্যাটসম্যান করেছে ২১৩ রান। যা অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০১৬ সালে ব্রিসবনের গ্যাবায় শেষ চার ব্যাটসম্যান করেছিল ২৩০ রান।

১০৫- সপ্তম উইকেটে ১০৫ রানের জুটি গড়েন বাবর ও ইয়াসির, যা সপ্তম উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সর্বোচ্চ জুটি।

৮৯- এছাড়া নবম উইকেটে মোহাম্মদ আব্বাস ও ইয়াসির শাহ যোগ করেন ৮৯ রান। এটি নবম উইকেটে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বোচ্চ জুটি।

৮৯.৩৩- দুই টেস্টের এ সিরিজে সপ্তম উইকেটে পাকিস্তানের গড় জুটি ৮৯.৩৩। চলতি সিরিজে যেকোনো উইকেটে তাদের সর্বোচ্চ গড় জুটি এটিই।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড