• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাকিস্তানের মাটিতে বিশ্বকাপ খেলবে ভারত

  ক্রীড়া ডেস্ক

০১ ডিসেম্বর ২০১৯, ১৫:২৪
পাকিস্তান-ভারতের পতাকা
পাকিস্তান-ভারতের পতাকা (ছবি : সংগৃহীত)

ভারত-পাকিস্তানের সম্পর্ক বরাবরই চিরবৈরী। সেটা সব ব্যাপারেই লক্ষ্যণীয়। আগামী ১২ জানুয়ারি থেকে পাকিস্তানে শুরু হচ্ছে কাবাডি বিশ্বকাপ। পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিতব্য এ বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ভারত। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় কাবাডি ফেডারেশন।

পাকিস্তান কাবাডি ফেডারেশনের সেক্রেটারি রানা মোহাম্মদ সারওয়ারের বরাতে জিও টিভি অনলাইনের খবরে বলা হয়েছে, পাকিস্তানের মাটিতে কাবাডির সবচেয়ে বড় আসরে অংশ নিতে ১৮ জনের একটি দল সেখানে যাবে বলে ভারত নিশ্চিত করেছে।

অপরদিকে, কাবাডি বিশ্বকাপের জন্য দ্রুতই দল ঘোষণা করা হবে বলে জানিয়েছে ভারত, যাতে করে ভিসা প্রক্রিয়া শুরু করা যায়।

শুরুতে অবশ্য পাকিস্তানে খেলতে যেতে অনীহা প্রকাশ করছিল ভারত। তবে পাকিস্তানের পক্ষ থকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার প্রেক্ষিতে তারা সিদ্ধান্ত বদল করে।

ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র এবং কানাডাও এবারের আসরে অংশ নিচ্ছে। দেশ দুটি তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছেন সারওয়ার।

২০২০ কাবাডি বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে লাহোর, ফয়সালাবাদ, কারতারপুর এবং নানকানা সাহিবে। ফাইনাল অনুষ্ঠিত হবে লাহোরে।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড