• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

যে কারণে ‘১০ কেজি’ ওজন কমিয়েছেন মাশরাফি

  ক্রীড়া প্রতিবেদক

০১ ডিসেম্বর ২০১৯, ১২:২৩
মাশরাফি
ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি (ছবি : সংগৃহীত)

ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার সংসদ সদস্য হওয়ার পর থেকে ক্রমশ বেড়ে চলেছে ব্যস্ততা। নড়াইলের মানুষের ভাগ্য বদলাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। যে কারণে বিশ্বকাপ শেষে ব্যাট-বল থেক নিজেকে সরিয়ে রেখেছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তবে বিপিএলের আনুষ্ঠানিক অনুশীলন শুরুর আগেই এ পেসারকে দেখা গেল পুরনো ভূমিকায়; বল হাতে অনুশীলনে। বিপিএলে নিজেকে পুরোপুরি উজাড় করে দিতে ‘১০ কেজি’ ওজন কমিয়েছেন ডানহাতি এই পেসার।

মাশরাফির ফিটনেস ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় সংবাদমাধ্যমকে জানান, ‘ফিটনেস নিয়ে কাজ করছে মাশরাফি। প্রায় ১০ কেজি ওজন কমিয়েছে। দেখতেও অনেক সতেজ লাগে। দেখলেই বোঝা যায় যে, সে এখনো খেলতে আগ্রহী। আমি নিশ্চিত যে এই বিপিএলে মাশরাফি ভালো করবে।’

সাথে যোগ করে হাবিবুল বাশার আরও বলেন, ‘অনেকেই অনেক কথা বলে কিন্তু আমি মনে করি, ও এখনো ক্রিকেট খেলতে চায়, খেলার আগ্রহটা এখনো মরে যায়নি। যখন খেলে, সেরাটাই খেলতে চায়। এটাই হলো মাশরাফির সঙ্গে বাকিদের পার্থক্য।’

আগামী ১১ ডিসেম্বর শুরু হবে সপ্তম বিপিএল। প্লেয়ার ড্রাফটের সপ্তম রাউন্ডে ঢাকা প্লাটুন দলে নেয় মাশরাফিকে।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড