• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফাইনালে আজ মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান

  ক্রীড়া ডেস্ক

২৩ নভেম্বর ২০১৯, ০৮:২২
পাকিস্তানকে হারালেই শিরোপা জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ
পাকিস্তানকে হারালেই শিরোপা জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ (ছবি : সংগৃহীত)

ইমার্জিং এশিয়া কাপের সেমি-ফাইনালে আফগানিস্তান অনূর্ধ্ব-২৩ দলকে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ফাইনালে আজ বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (২৩ নভেম্বর) সকাল ৯টায় শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে এশিয়ার দুই দল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-২।

ঘরের মাঠে এর আগে একবার খেলার সুযোগ পেলেও ফাইনালে ওঠা হয়নি বাংলাদেশের। এই প্রথম এসিসি ইমার্জিং কাপের ফাইনালে ওঠা বাংলাদেশ শিরোপা থেকে মাত্র এক জয় দূরে। এর আগে পরপর দুবার সেমিতে শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে।

ইমার্জিং এশিয়া কাপে এখন পর্যন্ত অপরাজিত দুই দল বাংলাদেশ ও পাকিস্তান। গ্রুপ পর্বের কোনো ম্যাচেই হারেনি তারা। এরপর সেমিতে ভারতকে ৩ রানে হারিয়ে ফাইনালে আসে পাকিস্তান। আর আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে আসে বাংলাদেশ।

বাংলাদেশ ইমার্জিং স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, ইয়াসির আলি চৌধুরি, আফিফ হোসেন, জাকির হাসান, মিনহাজুল আবেদিন আফ্রিদি, আমিনুল ইসলাম বিপ্লব, সৌম্য সরকার, তানভির ইসলাম, হাসান মাহমুদ, মেহেদি হাসান রানা, সুমন খান, মাহিদুল ইসলাম অঙ্কন, আবু হায়দার, মেহেদি হাসান।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড