• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঐতিহাসিক ইডেন টেস্টে খেলল বাংলাদেশের ১৩ জন

  ক্রীড়া ডেস্ক

২২ নভেম্বর ২০১৯, ১৯:০২
বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল (ছবি: সংগৃহীত)

ভারতের বিপক্ষে ইডেন গার্ডেন্সে ঐতিহাসিক দিবারাত্রির টেস্টে খেলতে নেমেছে বাংলাদেশ। ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে টাইগার ব্যাটসম্যানরা। ভারতের বোলিং তোপে মুমিনুলরা মাত্র ১০৬ রানে অলআউট হয়ে যায়। এ ম্যাচে প্রথমবারের মতো বদলি ক্রিকেটার নামিয়েছে বাংলাদেশ।

ব্যাটিংয়ে নেমে মাত্র ১৫ রানেই প্রথম ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম টেস্টের মতো এ টেস্টেও ব্যর্থ হন ইমরুল কায়েস। এরপর মুমিনুল, মুশফিক ও মিথুন শূন্য রানে আউট হয়ে দলকে বিপদে ফেলেন।

একপাশে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন সাদমান ইসলাম। দলীয় ৩৮ রানে ২৯ রান করে তিনিও আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যান। পাঁচ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। সে বিপদ আরও বাড়ান ৬০ রানের মাথায় মাহমুদউল্লাহ আউট হয়ে।

লিটন ব্যাট হাতে এ দিন ভালো খেলার ইঙ্গিত দেন। ২৭ বলে ৫ চারে করেন ২৪ রান। তবে তখনই বাঁধে বিপত্তি। মাথায় বল লেগে মাঠ ছাড়তে হয় তাকে। লিটনের পরিবর্তে ক্রিজে আসেন এবাদত। তিনিও আউট হলে ব্যাটিংয়ে নামেন মেহেদি মিরাজ। একাদশে না থেকেও ব্যাটিংয়ের সুযোগ পান তিনি। প্রথমবারের মতো বাংলাদেশের বদলি ক্রিকেটার হিসেবে ব্যাটিংয়ে নামেন মিরাজ। তবে মিরাজ বেশিদূর যেতে পারেননি। মাত্র ৮ রান করেই আউট হন তিনি। মিরাজ এ ম্যাচে শুধু ব্যাটিং করতে পারবেন।

এরপর নাঈম হাসানও ব্যাটিং করার সময় আঘাত পান। পরে বাংলাদেশের বোলিং ইনিংসে তার পরিবর্তে খেলতে নামেন তাইজুল ইসলাম। সাইফ ইনজুরির কারণে আগেই দল থেকে ছিটকে গেছেন। ঐতিহাসিকে এ ম্যাচে বাংলাদেশের স্কোয়াডের বাকি ১৩ জনই খেলার সুযোগ পেলেন।

উল্লেখ্য, চলতি বছরের ১ আগস্ট থেকে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির প্লেয়িং কন্ডিশনে নতুন একটি ধারা যুক্ত করা হয়। এরপর থেকেই সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে যুক্ত হয় ‘কনকাশন রিপ্লেসমেন্ট’ নিয়ম। বিশ্বব্যাপী প্রথম শ্রেণির ক্রিকেটেও এ পদ্ধতি প্রযোজ্য হচ্ছে। নিয়ম অনুযায়ী, কোনো দলের ক্রিকেটার মাথায় আঘাত পেলে বদলি খেলোয়াড় নেওয়া যাবে। বদলি খেলোয়াড় নেওয়ার সিদ্ধান্ত নেবেন দলের ফিজিও। তবে, দুই ক্রিকেটারকে অবশ্যই একই মানের হতে হবে। তাতে ম্যাচ রেফারির অনুমোদন থাকবে।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড