• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

০-০-০; এতেই বাংলাদেশের মহাসর্বনাশ

  ক্রীড়া ডেস্ক

২২ নভেম্বর ২০১৯, ১৬:২৩
মুশফিকুর রহিম
শূন্যতে আউট মুশফিক (ছবি : সংগৃহীত)

ভারতের বিপক্ষে ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্টে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারী বাংলাদেশ। গোলাপি বলের বিপক্ষে যেন চোখেই দেখছে না টাইগার ব্যাটসম্যানরা। টপ অর্ডারের চরম ব্যর্থতার দিন মিডল অর্ডারও পুরোপুরি ফ্লপ। এর মধ্যে লজ্জাকরভাবে আউট মুমিনুল, মিঠুন ও মুশফিক।

ইমরুল কায়েস ব্যক্তিগত ৪ রান করলেও রানের খাতা খুলতে পারেননি মুমিনুল, মিঠুন ও মুশফিক। কায়েসকে বিদায় করার দুই বল পরে বাংলাদেশ অধিনায়ক উইকেট দিয়ে আসলেন উমেশকে। পরে মুশফিক ইনসাইড এজে বোল্ড হন মোহাম্মদ শামির বলে। এতে ২৬ রান তুলতে চার উইকেট পড়ে সফরকারীদের। টপ অর্ডারের ব্যর্থতার দিনে দলের হাল ধরতে পারেননি বাকিরাও। ৬০ রান তুলতে ছয় উইকেট পড়ে মুমিনুলদের। আর লিটন দাস মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন।

গোলাপি বলে বাংলাদেশ ও ভারত এ প্রথম দিবা-রাত্রির টেস্ট খেলছে। ঐতিহাসিক এ ম্যাচ দেখতে ইডেনে উপস্থিত আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারা দুজনে ঘণ্টা বাজিয়ে এ ম্যাচের উদ্বোধন করেন। ইন্দোরে প্রথম টেস্ট হেরে ১-০-তে পিছিয়ে আছে বাংলাদেশ।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড