• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ওয়ার্নার-বার্নসের ব্যাটিং আগুনে পুড়ছে পাকিস্তান

  ক্রীড়া ডেস্ক

২২ নভেম্বর ২০১৯, ১১:৫৪
ওয়ার্নার-বার্নস
ওপেনিং জুটিতে ২২২ রান তোলেন ওয়ার্নার ও বার্নস (ছবি : সংগৃহীত)

দুই বছর পর টেস্টে সেঞ্চুরি তুলে নিলেন অজি হার্ডহিটার ডেভিড ওয়ার্নার। ২০১৭ সালে এমসিজি টেস্টে সেঞ্চুরি করেছিলেন। পরের বছরে মার্চে বল টেম্পারিংয়ের কারণে এক বছরের জন্য নিষিদ্ধ হন। ফিরে এসে অ্যাশেজে দশ ইনিংস মিলে মাত্র ৯৫ রান করেছেন। তবে ঘরের মাঠে সাদা পোশাকে নতুন মৌসুম শুরু করলেন তিন অঙ্কের সংখ্যা ছুঁয়ে। নিষেধাজ্ঞার পর ঘরের মাঠে এটা ওয়ার্নারের দ্বিতীয় আন্তর্জাতিক সেঞ্চুরি। কয়েকদিন আগে ঘরের মাঠে টি-টুয়েন্টিতেও সেঞ্চুরি তুলে নেন ডেভিড।

ওয়ার্নার ও বার্নসের ব্যাটে ভর করে ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়ার দাপট চলছে। প্রথম দিন ২৪০ রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে দ্বিতীয় দিনে ওয়ার্নার ও জো বার্নস ওপেনিং জুটিতেই তোলে ২২২ রান। ওয়ার্নার-বার্নস প্রথম সেশনে তোলে ১০০ রানের জুটি। নিষেধাজ্ঞা কাটিয়ে টেস্টে ঘরের মাঠে প্রথম হাফসেঞ্চুরি পেলেন ওয়ার্নার। দ্বিতীয় সেশনের শুরুতে ডানহাতি বার্নসও পেয়ে যান হাফসেঞ্চুরি। চা-বিরতি পর্যন্ত অজিরা সংগ্রহ করে বিনা উইকেটে ১৯৫ রান। ৯৯ রানে অপরাজিত ছিলেন ওয়ার্নার, আর ৮৮ রানে বার্নস।

শেষ সেশনে এসে ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি তুলে নেন বাঁহাতি তারকা ওয়ার্নার। তবে সঙ্গী বার্নস আউট হলেন ৯৭ রানে। ইয়াসির শাহর বল সুইপ করতে গিয়ে ইনসাইড এজে বোল্ড হন তিনি। এতে ২২২ রানে ওপেনিং জুটি ভাঙে অজিদের। তবে লাবুশেইনি ও ওয়ার্নারের ব্যাটে এরই মধ্যে লিড নিয়েছে অস্ট্রেলিয়া।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড