• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্টার্কের কাছেই কুপোকাত পাকিস্তান

  ক্রীড়া ডেস্ক

২১ নভেম্বর ২০১৯, ১৩:৫৮
মিচেল স্টার্ক
পাকিস্তানের বিপক্ষে চার উইকেট নেন স্টার্ক (ছবি : সংগৃহীত)

অজি ফাস্ট বোলার মিচেল স্টার্ক নতুন বল হাতে পেয়ে জ্বলে উঠলেন। টেল এন্ডারদের ধ্বসিয়ে দেন ২০ বলে। এতে শেষ চার উইকেট হারিয়ে প্রথম দিনেই অলআউট হয়েছে সফরকারী পাকিস্তান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসাদ শফিক ও ইয়াসির শাহ সপ্তম উইকেটে ৮৪ রানের জুটি গড়েন। ব্রিসবেন টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংসে এটাই ছিল সর্বোচ্চ জুটি। এতে ১৪৪ রানে ছয় উইকেট হারানো পাকিস্তানের স্কোর দাঁড়ায় ২২৭ রান।

৮০ ওভার শেষে নতুন বল হাতে নিয়ে যেন আগুনের গোলা ছোড়েন বাঁহাতি ফাস্ট বোলার। দুর্দান্ত এক ইয়র্কারে বোল্ড হন ইয়াসির শাহ। পরের বলে শাহীন শাহ আফ্রিদিও যান প্যাভিলিয়নে। পাকিস্তানের ভরসা আসাদ শফিকও ব্যর্থ হন টেল এন্ডারদের নিয়ে লড়াই করতে।

ডানহাতি পেসার কামিন্স আউট করেন শফিককে। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করে আউট হন এ ডানহাতি ব্যাটসম্যান। অভিষেকে নামা নাসিমকে সাত রানে কট অ্যান্ড বোল্ডে পরিণত করেন স্টার্ক। এতে ২৪০ রানে প্রথম ইনিংসে অলআউট হয় আজহার আলী বাহিনী। অজিদের পক্ষে স্টার্ক চারটি, কামিন্স তিনটি, হ্যাজেলউড দুটি ও লায়ন একটি উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ১৬ বছর ২৭৯ দিনে অভিষেক হয় পেসার নাসিম শাহর। ব্যাটিং করতে নেমে প্রথম সেশনে পুরোপুরি সফল হয় সফরকারীরা। কোনো উইকেট না হারিয়ে ৫৭ রানে মধ্যাহ্ন বিরতিতে যায় তারা।

তবে ৭৫ রানের ওপেনিং জুটি ভাঙার পরপরই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। শান মাসুদ ২৭, আজহার আলী ৩৯, হারিস সোহেল ১, বাবর আজম ১ ও ইফতিখার আহমেদ আউট ৭ রানে। এরপর আসাদ শফিক ও রিজওয়ান ৪৯ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন। রিজওয়ান ৩৭ রানে আউট হলে দায়িত্ব বাড়ে শফিকের। ইয়াসির শাহকে নিয়ে ভালোই ব্যাট করছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে স্টার্ক-কামিন্সের পেসে পরাস্ত হন। আর পাকিস্তানও প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়তে পারেনি।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড