• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সেমিতে বাংলাদেশকে চ্যালেঞ্জিং টার্গেট দিল আফগানিস্তান

  ক্রীড়া ডেস্ক

২১ নভেম্বর ২০১৯, ১৩:১৯
দারিশ রসুল
সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেন দারিশ (ছবি : সংগৃহীত)

ইমার্জিং এশিয়া কাপে ফাইনালে ওঠার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এক দারিশ রসুলের ব্যাটে ভর করে টাইগারদের বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ গড়তে পেরেছে আফগান শিবির।

শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। তার এ সিদ্ধান্ত যথার্থ প্রমাণ করেন পেসার হাসান মাহমুদ। মাত্র ২৪ রানে আফগানিস্তান হারায় তিন উইকেট। মালিক, শহীদুল্লাহ ও শওকত জামান তিনজনকে বিদায় করেন হাসান। এরপর সৌম্য সরকারের বলে প্যাভিলিয়নে যান মুনির আহমদ।

আফগান শিবির তখন রীতিমতো কাঁপছিল। ১০০ রানের নিচে অলআউট হওয়ার শঙ্কা জেগে ওঠে। এ পরিস্থিতি সামাল দেন দারিশ রসুল। পঞ্চম উইকেটে ৩৭ রানের জুটি গড়েন তিনি।

এরপর ষষ্ঠ উইকেটে ৬৭ ও সপ্তম উইকেটে ৮৬ রানের জুটি গড়েন দারিশ রসুল। ১২৮ বলে সাতটি চার ও সাতটি ছক্কায় ১১৪ রান করেন দারিশ। এছাড়া শাফাক ৩৪ ও তারিক করেন ৩৩ রান। আর নির্ধারিত ৫০ ওভার শেষে নয় উইকেটে ২২৮ রান তোলে আফগানিস্তান। বাংলাদেশের পক্ষে হাসান ও সৌম্য দুজনেই তিনটি করে উইকেট নেন।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড