• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

দিবারাত্রির টেস্ট দেখতে যাচ্ছে মুশফিকের ছেলে!

  ক্রীড়া ডেস্ক

২১ নভেম্বর ২০১৯, ০৮:৫৪
মুশফিকের ছেলে মায়ান
মুশফিকের ছেলে মায়ান (ছবি : সংগৃহীত)

আগামীকাল উপমহাদেশের প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচ শুরু হচ্ছে কলকাতার ইডেন গার্ডেন্সে। এ উপলক্ষে নতুন সাজে সেজেছে এই শহর। এই ম্যাচটি দেখতে আসবেন বিশিষ্ট অতিথিবৃন্দ। ২২ নভেম্বর থেকে শুরু হওয়া দিবারাত্রির ওই টেস্ট উপভোগ করতে বাংলাদেশ থেকেও অনেকে যাবেন কলকাতায়। যে তালিকায় আছেন বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীমের ছেলে মায়ানসহ পুরো পরিবার।

জানা গেছে, ইডেনের গ্যালারিতে থাকবেন মুশির ছেলে মোহাম্মদ শাহরোজ রহীম মায়ানসহ তার পরিবারও। শিগগিরই তার গোটা পরিবার কলকাতায় পা রাখবেন। সেজন্য টিম হোটেলেই পরিবারের জন্য আলাদা রুমও বুক করে রেখেছেন মুশফিক। উল্লেখ্য, আগামীকাল দুপুর দেড়টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে শুরু হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক দিবারাত্রির টেস্ট ম্যাচ। এই উপলক্ষে কলকাতায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক এই টেস্ট দেখতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও।

কলকাতার ইডেন গার্ডেন্সে ঐতিহাসিক টেস্ট নিয়ে কার্যক্রমের কোনো কমতি রাখছে না ভারত। বাংলাদেশ-ভারতের গোলাপি বলের এ টেস্টে এইচআইভি সচেতনতার কার্যক্রমও হাতে নিয়েছে দেশটির বোর্ড। তারই উদ্যোগস্বরূপ ৩৫জন এইচআইভি আক্রান্ত শিশুকে মাঠে রাখা হবে। যারা মূলত ক্রিকেটারদের সঙ্গে মাঠে গিয়ে ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত ও পরিচয়পর্ব অনুষ্ঠানে অংশ নিবেন।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড