• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

গোলাপি বলে সুযোগ রয়েছে স্পিনারদের

  নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর ২০১৯, ০১:২৪
কোচ
বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি (ছবি : সংগৃহীত)

দিবারাত্রির টেস্ট ম্যাচগুলোতে সাধারণত দাপট থাকে পেসারদের। এ পর্যন্ত দিবারাত্রির যে কয়েকটি টেস্ট বা গোলাপি বলের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, এসব ম্যাচের রেকর্ড এমনটাই বলে। তবে, পেসারদের পাশাপাশি স্পিনাররাও গোলাপি বলে ভূমিকা রাখতে পারেন বলে মনে করছেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি।

এ দিকে, গোলাপি বলে অনুশীলনের পর ইন্দোরে গত সোমবার (১৮ নভেম্বর) মেহেদী হাসান মিরাজও বলেছিলেন, গোলাপি বলে স্পিনাররা সুবিধা পাবে। পরদিন মঙ্গলবার (১৯ নভেম্বর) কলকাতায় পা রাখার পর বুধবার (২০ নভেম্বর) ইডেন গার্ডেন্সে বাংলাদেশ দল প্রথম দিনের মতো তাদের অনুশীলন শেষ করে। ওই দিন সাংবাদিকদের সঙ্গে দলের প্রতিনিধি হয়ে কথা বলেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি।

মিরাজের মতো নিউজিল্যান্ডের এই স্পিন কিংবদন্তি বলেন, ‘গোলাপি বলে কিছুটা খাটো করেই দেখা হয় স্পিনারদের ভূমিকা। তবে, স্পিন বোলাররা কিন্তু বড় ভূমিকা রাখতে পারে এই টেস্টে। পাশাপাশি এসজি বলে স্পিনাররা সুবিধা পাবে। তাই তারা এই বলে খেলার অভিজ্ঞতা উপভোগ করবে।’

ইডেন টেস্টে ভারত ও বাংলাদেশ উভয় দলের জন্যই নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে। এর আগে দিবারাত্রির টেস্ট খেলার অভিজ্ঞতা ছিল না দুই দলেরই। আর বাংলাদেশে তো গোলাপি বলে ঘরোয়া ক্রিকেটেও কোনো ম্যাচ হয়নি। তাই গোলাপি বলে টাইগাররা নিজেদের কতটা মানিয়ে নিতে পারবেন সে নিয়ে কিছুটা শঙ্কা তো থাকছেই।

এ দিকে, খুব বেশি চিন্তিত না হলেও কলকাতার সূর্যাস্ত ভাবাচ্ছে ভেট্টোরিকে। সাবেক এই কিউই অধিনায়ক বলছেন, ‘গোলাপি বল সাধারণভাবে দিনের বেলাতেই ব্যবহার হয়ে থাকে। তবে, কৃত্রিম আলোয় গোলাপি বল কেমন ব্যবহার করে এখন সেটাই দেখার। পাশাপাশি এখানে সূর্য বেশ কিছুটা তাড়াতাড়ি অস্ত যায়। এ সময়টাতেই গোলাপি বলের বিষয়ে সতর্ক থাকতে হবে।’

দিবারাত্রির টেস্ট উপলক্ষে পুরো কলকাতা শহরটাই যেন সেজেছে গোলাপি রঙে। টিকিট নিয়েও চলছে হাহাকার। ভেট্টোরি মনে করেন, ইডেন টেস্টে টি-টোয়েন্টির আবহ থাকবে। তাই শুরু থেকেই ইডেন টেস্টে রোমাঞ্চ দেখছেন তাইজুল-মিরাজদের গুরু।

ওডি/আইএইচএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড