• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইডেন টেস্টের টিকিটের জন্য হাহাকার

  ক্রীড়া প্রতিবেদক

২০ নভেম্বর ২০১৯, ১৬:০৭
ইডেন গার্ডেন্স
ইডেন গার্ডেন্স (ছবি: সংগৃহীত)

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে ইতোমধ্যেই কলকাতা পৌঁছেছে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা। আগামী ২২ নভেম্বর ইডেন গার্ডেন্সে শুরু হবে এ দুই দলের লড়াই। প্রথমবার দিবারাত্রির টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। তাই এ টেস্টকে স্মরণীয় করে রাখতে নানা উদ্যোগ নিয়েছে বিসিসিআই ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)।

ঐতিহাসিক এই দিবারাত্রির টেস্টকে ঘিরে দর্শকদের আগ্রহও রয়েছে তুঙ্গে। ম্যাচের চারদিনের সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে। তাই বলা যায়, উৎসবমুখর পরিবেশে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ইডেনে খেলতে নামবে মুমিনুল ও কোহলিরা।

এ ব্যাপারে বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেন, ‘ইডেনে ভারত বনাম বাংলাদেশের প্রথম চার দিনের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। টেস্ট ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের এই আগ্রহ দেখে দারুণ আনন্দ হচ্ছে।’

তবে এ ম্যাচের টিকিটের চাহিদা এখনো কমেনি। ইডেন গার্ডেন্সে এখনো টিকিট প্রত্যাশী দর্শকরা ভিড় জমাচ্ছে। অনেক দর্শকেরই অভিযোগ, কালোবাজারিদের হাতে চলে গেছে টিকিট। ফলে ঐতিহাসিক এ ম্যাচ দেখার জন্য চড়া দামে টিকিট কিনতে হচ্ছে তাদের।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড