• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

যে ২০টি দল ইউরোর মূল পর্বে

  ক্রীড়া ডেস্ক

২০ নভেম্বর ২০১৯, ০৯:৪৬
ইউরো বাছাই পর্ব
ইউরো বাছাইয়ে বেলজিয়াম, ইতালি, স্পেন ও ইউক্রেন (ছবি : সংগৃহীত)

শেষ হলো ২০২০ উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব। ১০টি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল উঠেছে মূল পর্বে। এছাড়া প্রতিটি গ্রুপ থেকে পয়েন্ট ও অন্যান্য সমীকরণ বিবেচনায় রেখে আরও ১৬টি দল খেলবে প্লে-অফ রাউন্ড। এখান থেকে সেরা চারটি দল মূল পর্বে ২০ দলের সঙ্গে যোগ দেবে। ২০২০ সালের ১২ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত মোট ২৪টি দলের অংশগ্রহণে হবে টুর্নামেন্টের ১৬তম আসর।

২০২০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ একটু ব্যতিক্রমী। কারণ নির্দিষ্ট একটি বা দুটি ভেন্যুতে নয়, বরং ইউরোপের ১৩টি দেশ একত্রে আয়োজন করবে। আয়োজক দেশসমূহ হচ্ছে- আজারবাইজান, বেলজিয়াম, ডেনমার্ক, ইংল্যান্ড, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, রোমানিয়া, রাশিয়া, স্কটল্যান্ড ও স্পেন।

বাছাই পর্বে চারটি দল অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইউরোর মূল পর্বে জায়গা পেয়েছে। তারা হলো- ইউক্রেন, স্পেন, বেলজিয়াম ও ইতালি। এর মধ্যে বেলজিয়াম ও ইতালি গ্রুপের সবকটি ম্যাচ জিতে রেকর্ড গড়েছে।

১০টি গ্রুপ থেকে ইউরোর মূল পর্বে যারা :

এ গ্রুপ : ইংল্যান্ড (২১ পয়েন্ট), চেক প্রজাতন্ত্র (১৫ পয়েন্ট) বি গ্রুপ : ইউক্রেন* (২০ পয়েন্ট), পর্তুগাল( ১৭ পয়েন্ট) সি গ্রুপ : জার্মানি (২১ পয়েন্ট), নেদারল্যান্ডস (১৯ পয়েন্ট) ডি গ্রুপ : সুইজারল্যান্ড (১৭ পয়েন্ট), ডেনমার্ক (১৬ পয়েন্ট) ই গ্রুপ : ক্রোয়েশিয়া (১৭ পয়েন্ট), ওয়েলস (১৪ পয়েন্ট) এফ গ্রুপ : স্পেন* (২৬ পয়েন্ট), সুইডেন (২১ পয়েন্ট) জি গ্রুপ : পোল্যান্ড (২৫ পয়েন্ট), অস্ট্রিয়া (১৯ পয়েন্ট) এইচ : ফ্রান্স (২৫ পয়েন্ট), তুরস্ক (২৩ পয়েন্ট) আই গ্রুপ : বেলজিয়াম**(৩০ পয়েন্ট), রাশিয়া (২৪ পয়েন্ট) জে গ্রুপ : ইতালি** (৩০ পয়েন্ট), ফিনল্যান্ড (১৮ পয়েন্ট)

(এখানে * চিহ্ন দিয়ে অপরাজিত ও** দিয়ে সবকটি ম্যাচে জয় নির্দেশ করছে)

প্লে-অফ:

এ গ্রুপ : কসোভো, বুলগেরিয়া বি গ্রুপ : সার্বিয়া সি গ্রুপ : নর্দান আয়ারল্যান্ড, বেলারুশ ডি গ্রুপ : আয়ারল্যান্ড, জর্জিয়া ই গ্রুপ : স্লোভাকিয়া, হাঙ্গেরি এফ গ্রুপ: নরওয়ে, রোমানিয়া জি গ্রুপ : ইসরায়েল, নর্থ মেসেডোনিয়া এইচ গ্রুপ : আইসল্যান্ড আই গ্রুপ : স্কটল্যান্ড জে গ্রুপ : বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনিয়া

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড