• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভিডিওতে ব্রাজিল-দক্ষিণ কোরিয়া ম্যাচ

  ক্রীড়া ডেস্ক

১৯ নভেম্বর ২০১৯, ২২:২১
পাঁচ ম্যাচ পর জয়ের মুখ দেখল ব্রাজিল
পাঁচ ম্যাচ পর জয়ের মুখ দেখল ব্রাজিল (ছবি : সংগৃহীত)

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে অবশেষে জয়ের মুখ দেখেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। পাঁচ ম্যাচ জয়হীন থাকার পর দক্ষিণ কোরিয়াকে ৩-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে সেলেসাওরা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এশিয়ার ফুটবল পরাশক্তি দক্ষিণ কোরিয়াকে ৩-০ গোলে হারায় ব্রাজিল। এ ম্যাচেও চোটের কারণে ছিলেন না দলের প্রাণভোমরা নেইমার। আর বিশ্রামে থাকায় খেলেননি নিয়মিত অধিনায়ক দানি আলভেজ।

ম্যাচের শুরু থেকেই এশিয়ার দলটিকে চাপে রাখে ল্যাতিন আমেরিকার পরাশক্তি ব্রাজিল। নয় মিনিটের মাথায়ই দক্ষিণ কোরিয়ার জালে বল জড়ায় তিতের শিষ্যরা। গোলটি করেন লুকাস পাকুয়েতা। সেলেসাওদের পক্ষে প্রথমার্ধে দ্বিতীয় গোলটি করেন কৌতিনহো। ২-০ গোলের ব্যবধান নিয়ে বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চলতে থাকে আক্রমণ-পাল্টা আক্রমণ। দুই দলই বারবার চেষ্টা করেছিল প্রতিপক্ষের জালে বল জড়াতে। শেষ পর্যন্ত ৬০ মিনিটের মাথায় দলের লিড বাড়িয়ে দেন দানিলো। দানিলোর গোলে ৩-০তে এগিয়ে যায় ব্রাজিল। বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড