• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

চিরশত্রু আর্জেন্টিনার স্ট্রাইকারই ব্রাজিল তারকার অনুপ্রেরণা

  ক্রীড়া ডেস্ক

১৯ নভেম্বর ২০১৯, ১৬:৩৩
গ্যাব্রিয়াল জেসুস
ব্রাজিলিয়ান ফুটবলার গ্যাব্রিয়াল জেসুস (ছবি: সংগৃহীত)

জেসুস স্বপ্ন দেখেন ব্রাজিলের সেরা স্ট্রাইকার হওয়ার। আর এ স্বপ্ন বাস্তবায়নে আর্জেন্টিনার স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর কাছে প্রতিনিয়তই শিখছেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডের সতীর্থ আগুয়েরোর মতো প্রতি ম্যাচেই গোল করে নেইমারের মতো সেরা হতে চান জেসুস।

সম্প্রতি সৌদি আরবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয় দুই ল্যাতিন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির একমাত্র গোলে ম্যাচটি জিতে নেয় আর্জেন্টিনা। নেইমার না থাকায় ব্রাজিলের মূল ভরসা ছিলেন জেসুস। নেইমারের শূন্যস্থান পূরণ করতে ব্যর্থ হন। ম্যাচে পেনাল্টি মিস করে দলের বিপদ ডেকে আনেন তিনি।

ব্রাজিলের জার্সিতে ২২ বছর বয়সী এ তারকা ৩৮ ম্যাচ খেলে করেছেন ১৮ গোল। অন্যদিকে নেইমারের গোল সংখ্যা ৬১। ব্রাজিলের জার্সিতে নেইমারের পর্যায়ে যেতে আরও বহুদূর পাড়ি দিতে হবে জেসুসকে। তবে জেসুস সে চ্যালেঞ্জটাই নিয়েছে। তিনি বলেন, ‘আমার স্বপ্ন নেইমার যে পর্যায়ে গেছেন সেই পর্যায়ে যাওয়া। তার মতো ব্রাজিলের হয়ে ১০০ ম্যাচ খেলা। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলের তালিকায় নাম তোলা। কিন্তু আমি জানি, তার জন্য প্রতি ম্যাচেই আমাকে অনেক খাটতে হবে। ব্রাজিলের হয়ে, ম্যানসিটির হয়ে আমাকে পরিশ্রম করতে হবে। সঙ্গে আমাকে গোলও করতে হবে।’

সেরা হওয়ার লক্ষ্যে ক্লাব সতীর্থ আগুয়েরোর কাছ থেকে শিখছেন বলে জানান এ ম্যানসিটি তারকা। জেসুস বলেন, ‘ম্যানসিটির হয়েই আমি গোল করার অভ্যাস গড়ে তুলতে চাই। সেজন্য আমি আগুয়েরোর সঙ্গে পরিশ্রম করি। তিনি শীর্ষ পর্যায়ের একজন ফুটবলার। ম্যানসিটির সর্বোচ্চ গোলদাতা। প্রতি ম্যাচেই তিনি গোল করেন। আমার বয়স মাত্র ২২ বছর। আমি জানি, আমাকে এখনো অনেক শিখতে হবে। আমি সেটা করতে চাই।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড