• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

সতীর্থকে চড়-লাথি মেরে নিষিদ্ধ শাহাদাত

  ক্রীড়া ডেস্ক

১৮ নভেম্বর ২০১৯, ১৮:৪৯
জাতীয় দলের সাবেক পেসার শাহাদাত হোসেন রাজিব
জাতীয় দলের সাবেক পেসার শাহাদাত হোসেন রাজিব (ছবি : সংগৃহীত)

ইতিবাচক না হলেও নেতিবাচক কারণে বারবারই খবরের শিরোনাম হচ্ছেন জাতীয় দলের সাবেক পেসার শাহাদাত হোসেন রাজিব। গৃহকর্মী নির্যাতনের মামলায় কয়েক মাস জেলেও ছিলেন তিনি। কদিন আগে ট্রাফিক সিগন্যাল অমান্য করে উল্টোপথে গাড়ি চালিয়ে পড়েছিলেন বিপাকে। এবার বিতর্কে জড়িয়েছেন মাঠের ভেতরেই। এতে নিষিদ্ধও হয়েছেন।

খেলা চলাকালীন মাঠের ভেতরে সতীর্থ আরাফাত সানিকে পিটিয়ে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন তিনি। নিষেধাজ্ঞার সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানাও গুণতে হচ্ছে এই পেসারকে।

চলমান জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ফাইনাল রাউন্ডের দ্বিতীয় দিনের ঘটনা এটি। যার সূত্রপাত বল ঘষা নিয়ে। বোলার শহীদের হাতে বল দেওয়ার আগে রাজিব আরাফাত সানিকে বলেন, বল ঘষে দিতে। কিন্তু, সানি তা করতে অস্বীকৃতি জানান। তখন কথা কাটাকাটি হয় দুজনের। এক পর্যায়ে আরাফাত সানিকে কষে চড় বসিয়ে দেন রাজিব। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে লাথিও মারেন।

এ সময়, বাকি সতীর্থরা চেষ্টা করেও তাকে থামাতে ব্যর্থ হন। এরপর, বিসিবির কাছে রিপোর্ট জমা দেন ম্যাচ রেফারি। নিজের দোষ শিকার করে নেন রাজিব। তারপরও পার পাননি শাস্তি থেকে।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড