• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইউরো-২০২০ বাছাইপর্ব

গ্রুপ সেরা হয়ে ইউরোর মূল পর্বে বিশ্বচ্যাম্পিয়নরা

  ক্রীড়া ডেস্ক

১৮ নভেম্বর ২০১৯, ০৯:৫৬
সহজ জয়ে ইউরোর মূল পর্বে ফ্রান্স
সহজ জয়ে ইউরোর মূল পর্বে ফ্রান্স (ছবি : সংগৃহীত)

ইউরো-২০২০ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচে জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। আলবেনিয়াকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে দিদিয়ের দেশামের দল। এই জয়ে ইউরো বাছাইপর্বে গ্রুপ সেরা হয়ে মূল পর্বে উঠেছে ফরাসিরা।

রবিবার (১৭ নভেম্বর) রাতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিতে থাকে গ্রিজম্যান-জিরুদরা। অষ্টম মিনিটে নিজেদের প্রথম আক্রমণ থেকেই গোল আদায় করে নেয় বিশ্বচ্যাম্পিয়নরা।

গ্রিজম্যানের দারুণ এক ফ্রি-কিক থেকে হেডে জাল খুঁজে নেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার কোরেন্টিন তোলিসো। জাতীয় দলের জার্সিতে এটিই তার প্রথম গোল। ৩১তম মিনিটে নিজেই ব্যবধান দ্বিগুণ করেন বার্সেলোনা তারকা গ্রিজম্যান। শেষ পর্যন্ত আলবেনিয়া গোল শোধ করতে না প্রায় হারতে হয়েছে।

দশ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে ফ্রান্সের পয়েন্ট ২৫। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তুরস্ক। নিজেদের শেষ ম্যাচে অ্যান্ডোরাকে ২-০ গোলে হারিয়েছে তুর্কিরা।

তৃতীয় স্থানে থাকা আইসল্যান্ডের পয়েন্ট ১৯। শেষ ম্যাচে মলডোভাকে ২-১ গোলে হারিয়েছে তারা। ফ্রান্স ও তুরস্ক গ্রুপ থেকে সরাসরি মূল পর্বে জায়গা করে নিয়েছে।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড