• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

রুয়েল জাদুতে দুই দিনেই হারল চট্টগ্রাম 

  ক্রীড়া প্রতিবেদক

১৭ নভেম্বর ২০১৯, ২১:১৩
রুয়েল মিয়া
তরুণ পেসার রুয়েল মিয়া (ছবি: সংগৃহীত)

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডে মাত্র দুই দিনেই ম্যাচ হেরেছে চট্টগ্রাম বিভাগ। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে ৯ উইকেটে হারে তারা।

দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামেন সিলেটের আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান আসাদুল্লাহ আল গালিব ও রাহাতুল ফেরদৌস। তবে এ দিন বেশি দূর যেতে পারেনি সিলেট। ২৩০ রানেই অলআউট হয় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন অমিত হাসান। এছাড়া অলক কাপালী ৪১ ও আসাদুল্লাহ গালিব ৪০ রান করেন। চট্টগ্রামের বোলার ইরফান হোসেন শিকার করেন ৬ উইকেট।

১২৪ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে চট্টগ্রাম। রুয়েল মিয়ার বোলিং তোপে দ্বিতীয় ইনিংসেও বিপর্যয়ে পড়ে দলটি। এ ইনিংসে রুয়েল শিকার করেন ৫ উইকেট। দুই ইনিংসে ১৩ উইকেট নিয়ে একাই চট্টগ্রামকে ধসিয়ে দেন তিনি। দ্বিতীয় ইনিংসে চট্টগ্রাম করতে পারে ১৬৫ রান। সাদিকুর রহমান ৬২ ও ইরফান শুক্কুর ৬৬ রান করেন। সিলেটের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪২ রানের। ১ উইকেট হারিয়ে ৫.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় সিলেট।

এর আগে প্রথম ইনিংসে রুয়েলের বোলিং তোপে মাত্র ১০৬ রানেই গুটিয়ে যায় চট্টগ্রাম। ম্যাচে টস জিতে ফিল্ডিং নেয় সিলেট। ইনিংসের প্রথম ওভারেই দলকে সফলতা এনে দেন ইমরান আলি। সাদিকুর রহমানকে শূন্য রানে সাজঘরে ফেরান তিনি। এরপরই তাণ্ডব শুরু করেন রুয়েল। পিনাক ঘোষকে উইকেটরক্ষক অমিতের হাতে ক্যাচ দিতে বাধ্য করে শুরু করেন উইকেট শিকারের তাণ্ডব। এরপর তুলে নেন চট্টগ্রামের আরও ৭ উইকেট। মাঝে শুধু ২১ রান করা ইরফান শুক্কুরকে আউট করেন রেজাউর রহমান। রুয়েল মিয়া ১৪.১ ওভার বল করে ২৬ রানের বিনিময়ে তুলে নেন ৮ উইকেট। জবাবে ৫ উইকেটে ১৮৬ রান তুলে প্রথম দিন শেষ করে সিলেট।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড