• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘১০ নম্বর’ জার্সি নিয়ে ক্ষেপেছেন রিভালদো

  ক্রীড়া ডেস্ক

১৭ নভেম্বর ২০১৯, ১৫:২৩
রিভালদো ও লুকাস পাকেতা
রিভালদো ও লুকাস পাকেতা (ছবি: সংগৃহীত)

আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরিধান করেন লুকাস পাকেতা। ২২ বছর বয়সী এ তরুণকে ১০ নম্বর জার্সি দেওয়ায় ব্রাজিল কর্তাদের ওপর ক্ষেপেছেন দেশটির সাবেক তারকা ফুটবলার রিভালদো।

শুক্রবার (১৫নভেম্বর) আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। মেসির একমাত্র গোলে ম্যাচটি হেরে যায় ব্রাজিল। তবে দলের পরাজয়ের চেয়ে অযোগ্য খেলোয়াড়কে ১০ নম্বর জার্সি দেওয়ায় বেশি কষ্ট পেয়েছেন রিভালদো।

ব্যালন ডি’অর জয়ী সাবেক এ তারকা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটা দেখলাম। ম্যাচে ব্রাজিলের দশ নম্বর জার্সিটার অবস্থা দেখে খারাপ লাগল। তারা এই জার্সিটা পরতে দিয়েছে লুকাস পাকেতাকে। এ জার্সিকে বিশ্বের সবাই সম্মান করে। এ জার্সি যে পরে তার বেঞ্চে বসে থাকা মানায় না, ম্যাচ চলার সময়ে মাঠ থেকে উঠে যাওয়া তার মানায় না। কেননা এই জার্সির একটা নিজস্ব ওজন আছে, একটা সম্মান আছে। এই জার্সি একসময় পেলে, জিকো, রোনালদিনহো, কাকা, রিভেলিনোর মতো খেলোয়াড়েরা পরে গেছেন।’

তবে ১০ নম্বর জার্সি পরায় তরুণ পাকেতাকে দায়ী করছেন না রিভালদো। ব্রাজিলের কর্তাদেরই দুষেন তিনি। রিভালদো বলেন, ‘আমি পাকেতাকে দোষ দিচ্ছি না। ও অনেক প্রতিভাবান একটা খেলোয়াড়। ওর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। আমি দোষ দিচ্ছি ব্রাজিলের কর্তাব্যক্তিদের যারা মনে করেছেন ২২ বছরের একটা তরুণ এখনই এই জার্সির ভার বহন করতে পারবে।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড