• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘নাতি-নাতনীদের বলতে পারব আমি মেসির সাথে খেলেছি’

  ক্রীড়া ডেস্ক

১৭ নভেম্বর ২০১৯, ১১:৪৯
পিটার ক্রাউচ ও লিওনেল মেসি
পিটার ক্রাউচ ও লিওনেল মেসি (ছবি : সংগৃহীত)

লিওনেল মেসি বিশ্ব ফুটবলের জাদুকর। বিশ্বের সকল ফুটবলারের জন্যই এক অনুকরণীয় আদর্শ আর্জেন্টাইন এই তারকা। তাই তো বিশ্বের প্রায়ই সকল ফুটবলবোদ্ধা এবং খেলোয়াড় মেসির প্রশংসায় পঞ্চমুখ।

এবার মেসির প্রশংসায় পঞ্চমুখ সাবেক ইংলিশ ফুটবলার পিটার ক্রাউচ। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসিকে নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন লিভারপুলের সাবেক এই আক্রমণভাগের সেনানী।

ইংল্যান্ডের সাবেক তারকা ফরওয়ার্ড পিটার ক্রাউচ বলেন, ‘এমন একসময় আসবে যখন আমি আমার নাতি-নাতনীদের বলতে পারব মেসির সাথে একই মাঠে একই সময়ে খেলেছি আমি।’

বর্তমানে নিজের ফুটবল শৈলী দিয়ে বিশ্বকে মোহিত করে রেখেছেন এলএমটেন। মেসি মানেই পায়ের জাদুতে মোহিত হবে ফুটবল বিশ্ব। তটস্থ থাকবে প্রতিপক্ষের ডিফেন্স, গোলরক্ষক। ম্যাচে হবে গোলের ফুলঝুড়ি। গোল করবেন আবার সতীর্থদের দিয়ে গোল করাবেন। ফুটবল মাঠে থাকবে শিল্পীর ছোঁয়া। মেসির এই শ্রেষ্ঠত্ব মেনে নিতে কার্পণ্য করেন না প্রায় কেউই।

পিটার ক্রাউচ আরও বলেন, ‘আমি তাদের বারবার বলতেই থাকব যে মেসিই সর্বকালের সেরা। সে এমন একজন খেলোয়াড় যাকে প্রত্যেক মানুষেরই জীবনে একবার হলেও সামনে থেকে দেখা উচিত।’

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড