• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিপিএলে যে তিন ভারতীয় ক্রিকেটার

  ক্রীড়া ডেস্ক

১৭ নভেম্বর ২০১৯, ০৮:৪২
বিপিএল
বিপিএলের লোগো উন্মোচন অনুষ্ঠান (ছবি : দৈনিক অধিকার)

আজ (রবিবার, ১৭ নভেম্বর) অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার ড্রাফট। যেখানে সব মিলিয়ে দেশের ১৮১ জন খেলোয়াড়ের নাম নিবন্ধন করা হয়েছে ড্রাফটে। বিদেশি কোটায় ড্রাফটে থাকছে ২১ দেশের মোট ৪৩৯ জন খেলোয়াড়ের নাম। তাতে আছে তিন ভারতীয় খেলোয়াড়ের নামও। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দেশের বাইরের কোনো লিগে ভারতীয় ক্রিকেটাররা না খেললেও এবার বঙ্গবন্ধু বিপিএলে খেলার অনুমতি পেয়েছে ৩ জন ভারতীয় ক্রিকেটার। তবে নামকরা তারকা ক্রিকেটার কেউই নয় তেমন। প্লেয়ার ড্রাফটে অংশ নেওয়া ভারতীয় ক্রিকেটাররা হলেন- কুমার বোরেসা, মনপ্রীত গনি ও মনবিন্দর বিসলা।

এদের মধ্যে কুমার বোরেসা ২০১৩ সালের আইপিএলে রাজস্থান রয়্যালসের দলে ডাক পেয়েছিলেন। তবে খেলা হয়নি কোনো ম্যাচ। মনপ্রীত গনি আইপিএলে চেন্নাই, ডেকান চার্জার্সের জার্সি গায়ে খেলেছেন। ২০০৮ সালে ভারতের জার্সিতে অভিষেক হয়েছিল তার। এ বছরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি। মনবিন্দর বিসলা সাকিবের সতীর্থ হিসেবে কলকাতা নাইট রাইডার্সের বেশ পরিচিত মুখ।

বিপিএলের এবারের আসরে সবচেয়ে বেশি ৯৫ জন ক্রিকেটার আছেন ইংল্যান্ড থেকে। বাদ যায়নি কানাডা, জার্মানি, নেদারল্যান্ডস, হংকং, নামিবিয়া, ওমান, যুক্তরাষ্ট্রের ক্রিকেটাররাও। জার্মানির ক্রেইগ মেশেডে একমাত্র জার্মান ক্রিকেটার হিসেবে আছেন। অস্ট্রেলিয়া থেকে আছেন তিন জন- নাথান রিমিংটন, নাথান সোওটার, ইয়ান হল্যান্ড।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড