• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্রাজিলকে হারানো সবসময়ই আনন্দের : মেসি

  ক্রীড়া ডেস্ক

১৬ নভেম্বর ২০১৯, ২১:৪৯
আর্জেন্টিনা ফুটবল দল
আর্জেন্টিনা ফুটবল দল (ছবি: সংগৃহীত)

তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরাটা দুর্দান্ত হলো সুপারস্টার লিওনেল মেসির। অধিনায়ক মেসির একমাত্র গোলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

শুক্রবার (১৫ নভেম্বর) সৌদি আরবের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের মধ্যে প্রীতি ম্যাচটি শেষে ১-০ গোলে জয় পায় মেসিরা। আর্জেন্টাইন অধিনায়কের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরাটাও হলো মনে রাখার মতো। দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাও আবার ব্রাজিলের বিপক্ষে।

যদিও ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত ব্রাজিলের। খেলার নবম মিনিটে ডি-বক্সে গ্যাব্রিয়েল জেসুসকে ফাউল করলে পেনাল্টি পায় ব্রাজিল। স্পট কিকে গোলরক্ষককে ফাঁকি দিলেও শট লক্ষ্যে রাখতে পারেননি ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার জেসুস। বল পোস্টের বাইরের কোণায় লেগে চলে যায় মাঠের বাইরে।

এর ঠিক চার মিনিট পরেই মেসির নেওয়া স্পট কিক থেকে গোল খেয়ে বসে ব্রাজিল। ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে পড়া মেসিকে ফাউল করে বসেন অ্যালেক্স সান্দ্রো। তবে বিশ্বসেরা ফুটবলার মেসির দুর্বল স্পট কিক প্রথমে রুখেই দিয়েছিলেন গোলরক্ষক আলিসন। কিন্তু বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি তিনি। ছুটে গিয়ে আলগা বল অনায়াসে জালে পাঠান আর্জেন্টাইন অধিনায়ক নিজেই।

ফিরেই আর্জেন্টিনাকে জয় উপহার দিলেন। সে জয় আবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে। তাই মেসির কাছে আনন্দের মাত্রাটা একটু বেশিই। তাইতো ‘ওলে’কে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘(ব্রাজিল-আর্জেন্টিনার) দ্বৈরথ আগের চেয়ে অনেক বেশি উপভোগ্য হয়ে উঠেছে। আর ব্রাজিলকে হারানো সবসময়ই আনন্দের।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড