• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

একাই ৮ উইকেট শিকার করে চমক দেখালেন রুয়েল

  ক্রীড়া ডেস্ক

১৬ নভেম্বর ২০১৯, ১৫:৫০
রুয়েল মিয়া
তরুণ পেসার রুয়েল মিয়া (ছবি: সংগৃহীত)

জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডে চমক দেখালেন তরুণ পেস বোলার রুয়েল মিয়া। সিলেট বিভাগের হয়ে এ বোলার একাই শিকার করলেন ৮ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ে ১০৬ রানেই অলআউট হয়েছে চট্টগ্রাম বিভাগ।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং নেয় সিলেট। ইনিংসের প্রথম ওভারেই দলকে সফলতা এনে দেন ইমরান আলি। সাদিকুর রহমানকে শূন্য রানে সাজঘরে ফেরান তিনি। এরপরই তাণ্ডব শুরু করেন রুয়েল। পিনাক ঘোষকে উইকেটরক্ষক অমিতের হাতে ক্যাচ দিতে বাধ্য করে শুরু করেন উইকেট শিকারের তাণ্ডব। এরপর তুলে নেন চট্টগ্রামের আরও ৭ উইকেট। মাঝে শুধু ২১ রান করা ইরফান শুক্কুরকে আউট করেন রেজাউর রহমান।

রুয়েল মিয়া ১৪.১ ওভার বলে করে ২৬ রানের বিনিময়ে তুলে নেন ৮ উইকেট। এবারের আসরে এখন পর্যন্ত সেরা বোলিং ফিগার এটাই। তিনি মেইডেন দেন ৪ ওভার। এটি রুয়েলের তৃতীয় প্রথম শ্রেণির ম্যাচ। এর আগের দুই ম্যাচে মাত্র একটি উইকেট শিকার করেছিলেন ১৮ বছর বয়সী এ পেসার।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড