• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আশরাফুলকে ছাড়িয়ে গেলেন মুশফিক

  ক্রীড়া ডেস্ক

১৬ নভেম্বর ২০১৯, ১৫:২১
মুশফিকুর রহীম
মুশফিকুর রহীম (ছবি : সংগৃহীত)

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে হারের শঙ্কায় বাংলাদেশ। টাইগারদের ব্যাটিং বিপর্যয় আর বোলারদের ব্যর্থতায় ইনিংস হারের সামনে মুমিনুলরা। বাকি ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও প্রথম ইনিংসে ৪৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারের ২০তম অর্ধশতক তুলে নিয়েছেন মুশফিকুর রহীম।

দ্বিতীয় ইনিংসে ইতোমধ্যেই ১৯৬ রানে ৭ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৫৭ রান নিয়ে ক্রিজে আছেন মুশফিক, তার সঙ্গী তাইজুল ইসলাম। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৮ রান করেই আশরাফুলকে ছাড়িয়ে গেছেন মুশফিক। এতদিন ভারতের বিপক্ষে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন আশরাফুল। ১১ ইনিংসে ১ সেঞ্চুরি ও ২ হাফসেঞ্চুরিতে ৪২ দশমিক ৮৮ গড়ে আশরাফুলের সংগ্রহ ৩৮৬ রান। আশরাফুলের চেয়ে ৫১ রান পিছিয়ে থেকে এ টেস্টে খেলতে নামেন মুশফিক।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ১৫০ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান আসে মুশফিকের ব্যাট থেকে। দুই ইনিংসে বাংলাদেশের সফল ব্যাটসম্যান তিনি। বাংলাদেশের ১৫০ রানের জবাবে প্রথম ইনিংসে মায়াঙ্ক আগারওয়ালের ডাবল সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৯৩ রান করে ইনিংস ঘোষণা করে ভারত।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড