• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

হতাশ ডোমিঙ্গো দলের পরিবর্তন চান

  ক্রীড়া ডেস্ক

১৫ নভেম্বর ২০১৯, ২২:১৮
রাসেল ডোমিঙ্গো
বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো (ছবি: সংগৃহীত)

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দুই দিন চরম হতাশায় কেটেছে বাংলাদেশের। নিজেদের ব্যাটিং বিপর্যয় আর ভারতের রানপাহাড় দুই দিনেই বাংলাদেশের পরাজয় অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। শিষ্যদের এমন পারফরম্যান্সে হতাশ দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোও।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হতাশা প্রকাশ করেন কোচ। সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন কঠিন কিছু সত্যি আর বুঝিয়ে দিয়েছেন আমরা কোথায় পিছিয়ে আছি। ইন্দোর টেস্টে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে সাংবাদিকদের এমন প্রশ্নে ডোমিঙ্গো বলেন, ‘কঠিন এক দিন কাটল। পুরো কৃতিত্ব ভারতের। দুই দিন ওরা আমাদের ডমিনেট করেছে। এখনও তিন দিনের খেলা বাকি। খুব কঠিন পরিস্থিতি, তবে আমাদের জন্য বিশেষ কিছু করার সুযোগও। অনেকের ২০ কিংবা ৩০ গড় আছে। আমাদের এমন কাউকে লাগবে যে ১০০, ১৫০ কিংবা ২০০ রান করবে যেমনটা আজ মায়াঙ্ক (আগারওয়াল) করেছে।’

বারবারই ডোমিঙ্গোর কণ্ঠে দলের কাঠামো পরিবর্তনের কথা উঠে এসেছে। তিনি এমন একজন পেসার খুঁজছেন যে ব্যাট ও বল দুই বিভাগেই পারদর্শী। ডোমিঙ্গো বলেন, ‘দলের কাঠামোর পরিবর্তন প্রয়োজন। দুই পেসার নিয়ে খেলা খুব কঠিন। আমাদের অবশ্যই তৃতীয় একজন পেস বোলার প্রয়োজন হবে যে ব্যাট করতে পারে। সাইফ উদ্দিন আছে তবে সে চোটের সঙ্গে সংগ্রাম করছে। দলের কাঠামো মনোযোগ দাবি করছে। আমার মনে হয়, অনেক দলই বাংলাদেশের বিপক্ষে ভালো উইকেট বানাবে, যেটা খুব একটা স্পিন করবে না। আমাদের এমন একজন পেসার বের করতে হবে যে, সাত বা আট নম্বরে ব্যাট করতে পারে।’

তবে অধিনায়ক মুমিনুলকে সুযোগ দেয়ার পক্ষে কোচ। মুমিনুলকে নিয়ে তিনি বলেন, ‘এটা খুব অনভিজ্ঞ একটা টেস্ট দল। গতকাল ছিল অধিনায়ক হিসেবে মাঠে মুমিনুলের প্রথম দিন। অধিনায়কের জায়গাটা খুব কঠিন। সে শান্ত ও ধীর-স্থির একজন মানুষ। আমি নিশ্চিত, সে আজকে অনেক কিছু শিখেছে। ভারতে একটি টেস্টে কঠিন দুটি দিন দেখে তাকে বিচার করাটা খুব কঠিন হবে। এই দায়িত্বে সে বেড়ে উঠবে। তার মধ্যে সকল বৈশিষ্ট্য আছে। সে ভালো তরুণ একজন খেলোয়াড়, শিখতে উন্মুখ।’

ডোমিঙ্গো কাঠামোর পরিবর্তন নিয়ে তার পরিকল্পনা সাজাবেন। আর সে পরিকল্পনা নিয়ে নির্বাচকদের সঙ্গেও বসবেন জানিয়ে ডোমিঙ্গো বলেন, ‘কোনো সন্দেহ নেই দলের কাঠামোতে পরিবর্তন আনতে হবে। অন্যথায় ফল সব সময় একই হবে। সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে নির্বাচকদের সঙ্গে আমার বসতে হবে। কয়েকজন নতুন মুখ নিয়ে শুরুতে কিছু সময়ে সংগ্রাম করলে তা এই মুহূর্তে যা হচ্ছে তার চেয়ে ভিন্ন কিছু হবে না। আমাদের দলে দারুণ কিছু খেলোয়াড় আছে যাদের সম্মান প্রাপ্য। বাংলাদেশের জন্য তাদের পারফরম্যান্সের মূল্যায়ন আমাদের করতে হবে। একই সঙ্গে দলের স্বার্থে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড