• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

টি-টেনে প্রথম ম্যাচেই ঝড় তুললেন রাসেল

  ক্রীড়া ডেস্ক

১৫ নভেম্বর ২০১৯, ২১:২১
আন্দ্রে রাসেল
টি-টেন লিগে ঝড়ো ইনিংস খেলেন আন্দ্রে রাসেল (ছবি: সংগৃহীত)

শুরু হয়ে গেছে ১০ ওভারের টুর্নামেন্ট টি-টেন লিগের তৃতীয় আসর। আরব আমিরাতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আন্দ্রে রাসেলের ঝড়ো ইনিংসে জয় পেয়েছে নর্দার্ন ওয়ারিয়র্স। তারা মারাঠা অ্যারাবিইয়ান্সকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নর্দার্ন ওয়ারিয়র্সের অধিনায়ক ড্যারেন সামি। ইনিংসের প্রথম বলেই ওয়ারিয়র্সকে সফলতা এনে দেন বোলার ক্রিস উড। এক বল খেলেই আউট হন অ্যাডাম লিথ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় মারাঠা। দলের হয়ে ১৯ বলে সর্বোচ্চ ৩৭ রান করেন দাসুন সানাকা। চ্যাডউইক ওয়ালটন করেন ২৪ রান। ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৮ রান তুলতে সক্ষম হয় মারাঠা। ক্রিস উড ২টি ও আন্দ্রে রাসেল ২টি উইকেট শিকার করেন।

৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২ রানেই হোঁচট খায় ওয়ারিয়র্স। ১ রান করে আউট হন স্যাম বিলিংস। তবে এরপর আর কোনো উইকেট হারায়নি তারা। জর্জ মুনসে ও আন্দ্রে রাসেল দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। মুনসে ৫ চারে ১৬ বলে ২৪ রান করেন। তবে অপরপ্রান্তে ঝড় তোলেন রাসেল। তিনি ২৪ বলে ৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ৬টি বিশাল ছক্কার পাশাপাশি তিনি হাঁকান ৪টি চার।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড