• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছয় বছর পর বিগ ব্যাশে স্মিথ

  ক্রীড়া ডেস্ক

১৫ নভেম্বর ২০১৯, ১৯:৩৪
স্টিভেন স্মিথ
অজি ক্রিকেটার স্টিভেন স্মিথ (ছবি: সংগৃহীত)

প্রায় ছয় বছর পর অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগ বিগ ব্যাশে খেলতে যাচ্ছেন স্টিভেন স্মিথ। আগের ক্লাব সিডনি সিক্সার্সের হয়ে খেলবেন এ ক্রিকেটার। তবে পুরো টুর্নামেন্ট তাকে পাবে না সিডনি সিক্সার্স। টুর্নামেন্ট চলাকালীন জাতীয় দলের হয়ে ভারত সফরে থাকবেন তিনি।

এর আগে ২০১৪ সালে সিডনি সিক্সার্সের হয়ে বিগ ব্যাশ খেলেছিলেন স্মিথ। এছাড়া বিগ ব্যাশের প্রথম আসরের শিরোপা জয়ী সিডনি সিক্সার্সের দলেও ছিলেন এ অজি ব্যাটসম্যান।

এ আসরে সিডনির হয়ে ২-৩টি ম্যাচ খেলার সুযোগ পাবেন স্মিথ। এরপর জাতীয় দলের হয়ে ভারতে চলে আসবেন তিনি। তবে সিক্সার্স পরের রাউন্ডে যেতে পারলে ভারত সফর শেষে আরও কিছু ম্যাচ খেলতে পারবেন স্মিথ। স্মিথকে জায়গা দিতে ইতোমধ্যেই সিডনি সিক্সার্স নিউ সাউথ ওয়েলস অধিনায়ক ও সাবেক অজি উইকেটরক্ষক পিটার নেভিলকে রিলিজ করে দিয়েছে।

নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরে দুর্দান্ত খেলছেন সাবেক এ অজি অধিনায়ক। সর্বশেষ অ্যাশেজে রানের ফোয়ারা ছুটিয়েছেন তিনি। এছাড়া টি-টুয়েন্টিতেও ফর্মে রয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার জার্সিতে শ্রীলঙ্কার বিপক্ষে একটি অপরাজিত অর্ধশতক হাঁকানোর পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে খেলেন ৫১ বলে ৮০ রানের ম্যাচজয়ী ইনিংস।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড