• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিপিএলে কোচিংয়ের দায়িত্ব পাচ্ছেন না সুজন

  ক্রীড়া ডেস্ক

১৫ নভেম্বর ২০১৯, ১৮:২২
খালেদ মাহমুদ সুজন
বিসিবি পরিচালক খালেদ মাহমুদ (ছবি : সংগৃহীত)

আসন্ন বঙ্গবন্ধু বিপিএলের থাকছে না কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে দলগুলোর স্পন্সররাই ঠিক করবে কোচ-খেলোয়াড় কারা হচ্ছেন। বিসিবির ব্যবস্থাপনায় থাকবে সাতটি দল, বদলে যাবে নামও। বিদেশি কোচদের সঙ্গে দেশি কোচরাও দায়িত্ব পাবেন। তাই এবারের বিপিএলে কোচিং করবেন সালাউদ্দিন, সারোয়ার ইমরান কিন্তু থাকছেন না সুজন।

বিপিএলে ঢাকার দল ঢাকা নওয়াবের কোচ হতে পারেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে শিরোপা জেতানো কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তার সঙ্গে সারোয়ার ইমরানকেও দায়িত্ব দেওয়া হচ্ছে। তাকে কোচ করতে চাইছে রাজশাহীর দল রাজশাহী রানার। এর আগে রাজশাহী কিংসের কোচ হিসেবে কাজ করেছেন তিনি।

তবে কোচ খালেদ মাহমুদ সুজন এবার কোচিংয়ে থাকছেন না। ফ্র্যাঞ্চাইজি প্রথা বদলে এবার প্রতি দলের পরিচালনায় থাকবেন একজন করে বোর্ড পরিচালক। সুজনও কোনো একটি দলের বোর্ড পরিচালক হবেন। তার অধীনে আগে শিরোপা জিতেছিল ঢাকা ডায়নামাইটস।

বিপিএলের সপ্তম আসর শুরু হবে আগামী ১১ ডিসেম্বর। এর আগে ৮ ডিসেম্বর আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলের নামকরণ হচ্ছে বঙ্গবন্ধু বিপিএল।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড