• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

৩০ বছরে অক্ষত শচীনের ৩০টি রেকর্ড

  ক্রীড়া ডেস্ক

১৫ নভেম্বর ২০১৯, ১৬:১২
শচীন টেন্ডুলকার
কপিল দেব ও আজহারউদ্দিনের মাঝে অভিষেক ম্যাচে শচীন (ছবি : সংগৃহীত)

১৯৮৯ সালের ১৫ নভেম্বর। করাচির জাতীয় স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয় ১৬ বছর বয়সী একটি কিশোরের। সেদিন কে জানত বিশ্ব ক্রিকেটকে দুহাত ভরে একের পর এক রেকর্ড উপহার দিবেন এই বিস্ময় বালক। টানা দুই যুগ ক্রিকেট খেলেছেন টেন্ডুলকার। ক্রিকেট মাঠে তপস্যা করা সেই শচীনের অভিষেকের আজ তিন দশক পূরণ হলো। এক নজরে দেখে নিই তার বিরল ৩০টি রেকর্ড :

১. আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি তিন ফরম্যাটে মিলে সবচেয়ে বেশি রানের মালিক শচীন। তার টোটাল সংগ্রহ ৩৪ হাজার ৩৫৭ রান। ২৮ হাজার ১৬ রান নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন লঙ্কান তারকা কুমার সাঙ্গাকারা।

২. আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি গড়া একমাত্র ক্রিকেটর তিনি। ২০১২ সালে এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে শেরেবাংলা স্টেডিয়ামে এ রেকর্ড গড়েন লিটল মাস্টার। সেঞ্চুরির তালিকায় দ্বিতীয় স্থানে ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। তার সর্বমোট সেঞ্চুরি ৬৯টি।

৩. ওয়ানডে ক্রিকেটে ন্যূনতম দশ হাজার রান, ১০০ উইকেট আর ১০০ ক্যাচ নেওয়ার অনন্য রেকর্ডও শুধু টেন্ডুলকারের। ৫০ ওভারের ক্রিকেটে ব্যাট হাতে ১৮ হাজার ৪২৬ রান করেছেন, ১৫৪টি উইকেট নিয়েছেন ও ক্যাচ ধরেছেন ১৪০টি।

৪. ক্যারিয়ারে ১৯৯৭, ১৯৯৯, ২০০১, ২০০২, ২০০৮, ২০১০ সালে মোট ছয় বার এক পঞ্জিকাবর্ষে হাজারেরও বেশি টেস্ট রান করেছেন তিনি।

৫. যে নয় দলের বিপক্ষে টেস্ট খেলেছেন, তাদের প্রত্যেকের বিপক্ষে তার গড় ন্যূনতম ৪০ রান।

৬. ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি রান করেছেন শচীন। ২৩ বছরের ওয়ানডে ক্যরিয়ারে ৪৬৩ ম্যাচে ১৮ হাজার ৪২৬ রান করেন তিনি। ১৪ হাজার ২৩২ রান নিয়ে এই রেকর্ডে দ্বিতীয় স্থানে কুমার সাঙ্গাকারা।

৭. টেস্টে এশিয়ার ব্যাটসম্যানদের মধ্যে অ্যাওয়ে ভেন্যুতে সবচেয়ে বেশি ব্যাটিং গড় শচীনের। প্রতিপক্ষের মাঠে ১০৬ টেস্টে ৫৪ দশমিক ৭৪ গড়ে ৮ হাজার ৭০৫ রান করেন তিনি।

৮. ওয়ানডেতে সবচেয়ে বেশি ৪৯টি সেঞ্চুরি করেন শচীন।

৯. ওপেনার হিসেবে ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি রান তার। ২৪০ ম্যাচে ওপেনিংয়ে ব্যাট করে ১৫ হাজার ৩১০ রান করেন টেন্ডুলকার।

১০. এক পঞ্জিকাবর্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েন তিনি। ১৯৯৮ সালে ৩৪ ওয়ানডেতে খেলে ১ হাজার ৮৯৪ রান করেন এ ব্যাটিং জিনিয়াস।

১১. এক পঞ্জিকাবর্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার রেকর্ডও তার। ১৯৯৮ সালেই ওয়ানডেতে ৯টি সেঞ্চুরি করেন এ ডানহাতি তারকা।

১২. ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০১০ সালে গোয়ালিওরে এ কীর্তি গড়েন ক্রিকেট কিংবদন্তি।

১৩. ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশিবার ‘ম্যাচ সেরা’ হয়েছেন তিনি। ৪৬৩ ম্যাচ খেলে ৬২ বার সেরা খেলোয়াড় হন তিনি।

১৪. ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি সিরিজ সেরার পুরস্কার জিতেন টেন্ডুলকার। ক্যারিয়ারে মোট ১৪ বার এ পুরস্কার জেতেন তিনি।

১৫. বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের মালিক তিনি। ছয়টি আসরে ২ হাজার ২৭৮ রান করেন শচীন।

১৬. বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি রান করার রেকর্ডও শচীন টেন্ডুলকারের। ২০০৩ বিশ্বকাপে ৬৭৩ রান তুলেছিলেন তিনি। বিশ্বকাপের এক আসরে এর থেকে বেশি রান কেউই করতে পারেননি।

১৭. বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে বেশি ৬টি সেঞ্চুরি তার। এই রেকর্ড হয়তো টিকে থাকবে না। সমান সংখ্যক সেঞ্চুরি করে রেকর্ডে ভাগ বসিয়েছেন শচীনের এলাকার ছেলে রোহিত শর্মা।

১৮. ভারতের হয়ে সবচেয়ে কম বয়সী টেস্ট সেঞ্চুরিয়ান তিনি। টেস্টে প্রথম সেঞ্চুরি করার সময়ে শচীনের বয়স ছিল ১৭ বছর ১০৭ দিন।

১৯. টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি ৫১টি সেঞ্চুরি টেন্ডুলকারের। ৪৫টি সেঞ্চুরি করে দ্বিতীয় স্থানে জ্যাক ক্যালিস।

২০. ওয়ানডেতে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরিও শচীনের। ৯৬টি হাফসেঞ্চুরি করেছেন তিনি। ৯৩টি হাফসেঞ্চুরি করে দ্বিতীয় স্থানে সাঙ্গাকারা।

২১. ইতিহাসের সবচেয়ে বেশি ৪৬৩টি ওয়ানডে ম্যাচও খেলেছেন তিনি ।

২২. টানা ১৮৫ ওয়ানডে খেলেছেন টেন্ডুলকার। এ রেকর্ড আর কারও নেই

২৩. ৯০টি ভিন্ন ভিন্ন মাঠে খেলেছেন টেন্ডুলকার। এটাও একটা রেকর্ড।

২৪. বিশ্বকাপে সবচেয়ে বেশি ২১টি হাফ সেঞ্চুরি টেন্ডুলকারের।

২৫. টেস্ট আর ওয়ানডে মিলিয়ে মোট ২৭ বার নব্বইয়ের ঘরে আউট হয়েছেন টেন্ডুলকার। এগুলো সেঞ্চুরি হলে আর কত রেকর্ড গড়তেন কে জানে।

২৬. টেস্টে সবচেয়ে বেশি দেড় শতাধিক রানের ইনিংস তার। ২১ বার এই কাজ করেছেন তিনি। যদিও সেসব ইনিংসগুলোকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিতে পেরেছেন মাত্র ছয় বার।

২৭. বিশ বছর বয়স হওয়ার আগেই আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচটা সেঞ্চুরি করেছিলেন টেন্ডুলকার, এ কীর্তি আর কারও নেই।

২৮. প্রতিপক্ষের মাঠে গিয়ে টেস্টে ৮ হাজার ১৪৫ রান করেছেন টেন্ডুলকার। এত বেশি রান আর কেউ করতে পারেননি।

২৯. সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। ২০০ টেস্ট খেলার রেকর্ডও একমাত্র তার।

৩০. একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ত্রিশ হাজারেরও বেশি রান করার রেকর্ড টেন্ডুলকারের।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড