• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাহীর ক্যারিয়ার সেরা বোলিং

  ক্রীড়া ডেস্ক

১৫ নভেম্বর ২০১৯, ১৫:৪৯
আবু জাইয়েদ রাহী
কোহলিকে আউট করে আবু জাইয়েদ রাহীর উল্লাস (ছবি: সংগৃহীত)

স্বাগতিক ভারতের বিপক্ষে ইন্দোর টেস্টের দ্বিতীয় দিনে ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে মাত্র ১৫০ রানে অলআউট হয় মুমিনুলরা। জবাবে রান পাহাড় গড়ে তুলছে ভারত। ইতোমধ্যেই তারা ৪ উইকেটে ৩৩৬ রান তুলে ফেলেছে।

ম্যাচে বাংলাদেশের একমাত্র সফল বোলার আবু জায়েদ রাহী। ভারতের চারটি উইকেটই শিকার করেছেন আবু জায়েদ রাহী। রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানেকে আউট করেন তিনি। এখন পর্যন্ত ২১ ওভার বল করে ৭৯ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেন এ বোলার। এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং। এর আগে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৮ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেছিলেন রাহী। ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেট শিকারের হাতছানি রাহীর সামনে।

বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত ৬টি টেস্ট খেলেছেন রাহী। ৮ ইনিংস বল করে তিনি শিকার করেন ১৫ উইকেট। এ ১৫ উইকেটের ১৪টিই তিনি বিদেশের মাটিতে শিকার করেছেন।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড