• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বরেকর্ডের ম্যাচে মন্টেনিগ্রোকে বিধ্বস্ত করেছে ইংল্যান্ড

  ক্রীড়া ডেস্ক

১৫ নভেম্বর ২০১৯, ১৩:০৮
ইংল্যান্ড ফুটবল দল
হ্যাটট্রিক করেন হ্যারি কেইন (ছবি : সংগৃহীত)

মন্টেনিগ্রোর জালে গোল উৎসব করে ইউরো বাছাই নিশ্চিত করেছে ইংল্যান্ড। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে বাছাইপর্বে ‘এ’ গ্রুপের ম্যাচে ৭-০ গোলে জিতেছে গ্যারেথ সাউথগেটের দল। হ্যাটট্রিক করেছেন স্ট্রাইকার হ্যারি কেইন। থ্রি লায়নদের হয়ে আরও গোল করেন অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইন, মার্কাস র‌্যাশফোর্ড ও ট্যামি আব্রাহাম।

সাত ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করেছে ইংল্যান্ড। সমান ম্যাচে চেক প্রজাতন্ত্রের পয়েন্ট ১৫। শেষ ম্যাচে ইংল্যান্ডের ম্যাচে কসোভোর মাটিতে। সে ম্যাচে ইংল্যান্ড যদি হেরে যায় আর চেক প্রজাতন্ত্র জিতে তাহলে দুই দলের পয়েন্ট সমান হবে। তবে এরপরও ইংল্যান্ড শীর্ষে থাকবে। কারণ মুখোমুখি লড়াইয়ে চেক প্রজাতন্ত্রের চেয়ে ৬-২ গোলে এগিয়ে তারা।

প্রথম ছয় রাউন্ডের পাঁচটিতে জেতা ইংলিশদের ইউরো ২০২০ টিকিট পেতে শেষ দুই ম্যাচে দরকার ছিল মাত্র এক পয়েন্ট। লক্ষ্য পূরণের মঞ্চে নিজেদের ফুটবল ইতিহাসে গত ৬০ বছরের সবচেয়ে তরুণ দল নামিয়ে দেন কোচ সাউথগেট।

গড়ে ২৩ বছর ২৫৫ দিন বয়সী খেলোয়াড়রাই মন্টেনিগ্রোকে নাস্তানাবুদ করে ছেড়েছে। গোলবন্যার শুরু ১১ মিনিটে, পরের ২৬ মিনিটে আরও চারটি গোল আদায় করে তারা। এতে প্রথমার্ধেই জয়-পরাজয়ের হিসাব মিলিয়ে দিল থ্রি লায়নরা। হ্যারি কেইনও হ্যাটট্রিক পূর্ণ করেন প্রথমার্ধে। বিরতির পর আরও দুই গোল আদায় করে ইংল্যান্ড। এ ম্যাচের মধ্য দিয়ে বিশ্বরেকর্ড গড়েছে থ্রি লায়ন শিবির। কারণ আন্তর্জাতিক ফুটবলে প্রথম দল হিসেবে এক হাজারতম ম্যাচ খেলেছে তারা।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড